Photo Credit: Droid Life
আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বাজেট সেগমেন্টে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Google। ইতিমধ্যেই নতুন Google Pixel 3a আর Pixel 3a XL ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছিল। Pixel 3a ফোনে থাকছে 5.6 ইঞ্চি ডিসপ্লে, অন্যদিকে Pixel 3a XL ফোনে থাকছে তুলনামুলক বড় 6 ইঞ্চি ডিসপ্লে। 8 মে ভারতে লঞ্চ হবে এই দুটি স্মার্টফোন।
Pixel 3a ফোনে থাকছে 5.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি আর 18W কাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনের ওজন 150 গ্রাম।
Pixel 3a XL ফোনে থাকছে 6 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 670 চিপসেট আর 3,700 mAh ব্যাটারি। Pixel 3a XL এর ওজন 170 গ্রাম।
দুটি ফোনেই থাকছে 12 মেগাপিক্সেল ডুয়াল পিক্সেল ক্যামেরা। সাথে থাকছে 4GB RAM আর 64GB স্টোরেজ। সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। দুটি ফোনেই লঞ্চের সময় Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।
YouTube এ এক ভিডিওতে Google Pixel 3a আর Pixel 3a XL ফোনের দাম জানা গিয়েছে। Pixel 3a এর দাম শুরু হচ্ছে 399 মার্কিন ডলার (প্রায় 27,800 টাকা) থেকে। অন্যদিকে Pixel 3a XL এর দাম শুরু হচ্ছে 479 মার্কিন ডলার (প্রায় 33,300 টাকা) থেকে। 7 মে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ইভেন্টে লঞ্চ হতে পারে Google Pixel 3a আর Pixel 3a XL।
তবে এই দুই ফোনের দাম ও স্পেসিফিকেশনের সঠিক খবর জানার জন্য আগামী সপ্তাহে লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন