আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে Huawei এর সাব ব্র্যান্ড Honor। বুধবার লঞ্চ হবে নতুন Honor 20i। বুধবার চিনে এই স্মার্টফোন লঞ্চ হবে। ইতিমধ্যেই প্রতিবেশী দেশে Honor 20i প্রি-বুকিং শুরু হয়েছে। প্রি-বুক শুরু হলেও এখনও নতুন ফোনের দাম ঘোষণা করেনি Honor। Honor 20i এর প্রধান আকর্ষন ট্রিপল রিয়ার ক্যামেরা। একই ইভেন্টে লঞ্চ হবে Honor MagicBook 2019।
Honor ওয়েবসাইট থেকে Honor 20i লঞ্চ ইভেন্ট সরাসরি সম্প্রচারিত হবে। ভারতীয় সময় দুপুর 12 টা 30 মিনিটে Honor 20i লঞ্চ ইভেন্ট শুরু হবে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। নীল, লাল ও কালো রঙে বাজারে আসবে নতুন Honor স্মার্টফোন।
Honor 20i ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির EMUI 9.0 স্কিন। Honor 20i তে থাকছে একটি 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90 শতাংশ। ডিসপ্লের উপরে থাকছে একটি ওয়াটারড্রপ স্টাইল নচ। Honor 20i ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 6GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
Honor 20i ফোনের প্রধান আকর্ষন এই ফোনের পিছনের তিনটি ক্যামেরা। রিয়ার ক্যামেরায় থাকছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইডফ অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। থাকছে এআই বিউটি মোড, নাইট সিন মোড, প্রফেশনাল মোড, প্যানোরমা মোড সহ একাধিক আকর্ষনীয় ফিচার। Honor 20i ফোনে সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেওগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 20i তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS, Micro-USB পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 3,400 mAh ব্যাটারি। Honor 20i এর ওজন 164 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন