সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে বাজেট স্মার্টফোন Honor 7A আর Honor 7C। কিছুদিন আগেই ফ্লিপকার্টে Honor 7A বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে Amazon এ বিক্রি শুরু হল Honor 7C স্মার্টফোনটি। মঙ্গলবার দুপুর 12 টা থেকে Amazon এ এই ফোন কিনতে পাওয়া যাবে। দুটি ভেরিয়েন্টে Amazon এ পাওয়া যাবে নতুন Honor 7C ফোনটি। একাধিক লঞ্চ অফার পাওয়া যাচ্ছে Amazon এ।
ভারতে Honor 7C এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা। অন্যদিকে এই ফোনের 4GB RAM আর 64 GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 11,999 টাকা। কালো সোনালি ও নীল এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি। লঞ্চ অফারে পাওয়া যাবে 9 মাসের নো কস্ট EMI আর Jio সাবস্ক্রাইবাররা পাবেন 2200 টাকা ক্যাশব্যাক আর 100GB অতিরিক্ত 4G ডাটা।
Honor 7C তে রয়েছে 18:9 অ্যাসপেক্ট রেশিওর 5.99 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। Honor 7A এর ভিতরে রয়েছে একটু বেশি শক্তিশালী Snapdragon 450 প্রসেসার। সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনেও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে মেমোরি।
Honor 7C তেও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় আছে একটি 13 মেগাপিক্সেল ও একটি 2 মেগাপিক্সেল সেন্সার। এছাড়াও এই বাজেট ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এই ক্যামেরার সাথেও রয়েছে সেলফি ফ্ল্যাশ। এছাড়াও Honor 7C তে রয়েছে ফেস আনলক ফিচার।
Honor 7C তেও প্রিলোডেড থাকবে অয়ানড্রয়েড ওরিও। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.0 স্কিন। এছাড়াও এই ফোনে রয়েছে 3000 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 164 গ্রাম।
নতুন এই ফোনে রয়েছে বিশেষ থ্রি ডি সাউন্ড এফেক্ট ফিচার। এছাড়াও এই ফোনে কোম্পানি যোগ করেছে নতুন একটি রাইড মোড। স্যামসাং এর S Bike মোডের মতোই কাজ করবে নতুন এই ফিচারটি। এছাড়াও এই ফোনে যোগ হয়েছে পার্টি মোড। এর মাধ্যমেই একসাথে একাধিক ফোনের স্পিকারে একই গান বাজাতে পারবেন গ্রাহকরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন