শুক্রবার বাজারে এল Huawei Nova 7 Pro 5G, Nova 7 SE 5G ও Nova 7 5G। তিনটি ফোনের পিছনেই চারটি করে ক্যামেরা থাকছে। যদিও প্রত্যেক ফোনে আলাদা ফিচার ব্যবহার করেছে Huawei। Huawei Nova 7 Pro 5G-তে ডুয়াল সেলফি ক্যামেরা থাকলেও অন্য দুটি ফোনে একটি করে সেলফি ক্যামেরা রয়েছে। আপাতত চিনে এই ফোনগুলি লঞ্চ হয়েছে।
Huawei Nova 7 Pro 5G-র দাম 3,699 ইউয়ান (প্রায় 39,600 টাকা)। থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। 256GB স্টোরেজে এই ফোন কিনতে 4,099 ইউয়ান (প্রায় 43,900 টাকা) খরচ হবে। কালো, রূপালি, সবুজ ও বেগুনী রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Huawei Nova 7 5G কিনতে 2,999 ইউয়ান (প্রায় 32,100 টাকা) খরচ হবে। অন্যদিকে Huawei Nova 7 SE 5G-র দাম শুরু হচ্ছে 2,399 ইউয়ান (প্রায় 25,700 টাকা) থেকে। 28 এপ্রিল চিনে Huawei Nova 7 সিরিজ বিক্রি শুরু হবে।
লকডাউনে 2,000 টাকা সস্তা হল iQoo 3
Huawei Nova 7 Pro 5G-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 10.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে 6.57 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin ৯৮৫ ৫জি চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় 5x অপটিকাল জুম, 10x হাইব্রিড জুম ও 50x ডিজিটাল জুম থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।
Huawei Nova 7 Pro 5G-তে 4,000 mAh ব্যাটারি রয়েছে। সঙ্গে রয়েছে 40W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য রয়েছে 5G SA/NSA, Wi-Fi 802.11ac, Bluetooth v5.1, NFC, USB Type-C পোর্ট। এই ফোনের ওজন 176 গ্রাম।
সাধ্যের মধ্যেই 5G ফোন! 120Hz ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X50m 5G
এই ফোনে থাকছে 6.53 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। মডেলের প্রসেসর ব্যবহার হয়েছে এই ফোনে। ক্যামেরা বিভাগে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা 3x অপটিকাল জুম, 5x হাইব্রিড জুম ও 20x ডিজিটাল জুম থাকছে। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের ওজন 180 গ্রাম।
90Hz কার্ভড ডিসপ্লে সহ প্রিমিয়াম সেগমেন্টে দুটি নতুন ফোন নিয়ে এল Motorola
Huawei Nova 7 SE 5G-তে 6.5 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Kirin 820 চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ। এই ফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Huawei Nova 7 SE 5G-র ওজন 189 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন