ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল iQoo 3। মার্চে শুরু হয়েছিল বিক্রি।
Photo Credit: Twitter/ Gagan Arora
iQoo 3 -তে রয়েছে 5G সাপোর্ট
ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল iQoo 3। মার্চে শুরু হয়েছিল বিক্রি। লঞ্চের সময় এই ফোনের 4G ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছিল 36,990 টাকা থেকে। 2,000 তাকা সস্তা হয়ে 34,990 টাকা থেকে এই ফোন পাওয়া যাবে। হবে। এই ফোনে ফ্ল্যাগশিপ সেগমেন্টের স্পেসিফিকেশন ছাড়াও গেমিংয়ের জন্য ফোনের পাশে থাকছে প্রেশার সেনসিটিভ বাটন। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, LPDD5 RAM ও UFS 3.1 স্টোরেজ। iQoo 3 ০-তে রয়েছে HDR 10+ ডিসপ্লে, 180 Hz টাচ রেসপন্স ও 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
Here's some more love from team #iQOO!
— Gagan Arora #iQOO #SuperFan (@gagan_arora1) April 24, 2020
Introducing new price for #iQOO3 starting at INR 34,990
We are absorbing the recent GST increase to give our customers even more savings. The best time to get #IndiasFastestSmartphone. Sales to start post lockdown. #iQOO3 #monsterinside pic.twitter.com/Xp9S9m1RFm
4G ও 5G ভেরিয়েন্টে পাওয়া যাবে iQoo 3। 8GB RAM + 128GB স্টোরেজে 4G ভেরিয়েন্টে iQoo 3 -র দাম 34,990 টাকা। 8GB RAM + 256GB স্টোরেজে 4G ভেরিয়েন্টে এই ফোন কিনতে 37,990 টাকা খরচ হবে। 4G ভেরিয়েন্টের দাম কমলেও 5G ভেরিয়েন্টে এই ফোনের দাম একই থাকছে। 5G ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজে iQoo 3 কিনতে 44,990 টাকা খরচ হবে। লকডাউন শেষ হলে নতুন দামে ভারতে এই ফোন বিক্রি শুরু হবে।
12GB RAM সহ হাজির হল iQoo Neo 3 5G; দাম ও ফিচারগুলি দেখে নিন
iQoo 3 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির iQoo UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.44 ইঞ্চি Full HD+ HDR 10+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।
iQoo 3 -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
iQoo 3 -তে LPDD5 RAM ও UFS 3.1 স্টোরেজ ব্যবহার হয়েছে 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে 4,440 mAh ব্যাটারি। সঙ্গে 55W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই ফোনের ওজন 214.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Images of Interstellar Object 3I/ATLAS Show a Giant Jet Shooting Toward the Sun
NASA’s Europa Clipper May Cross a Comet’s Tail, Offering Rare Glimpse of Interstellar Material
Newly Found ‘Super-Earth’ GJ 251 c Could Be One of the Most Promising Worlds for Alien Life
New Fossil Evidence Shows Dinosaurs Flourished Until Their Final Days