করোনা লকডাউন শিথিল হতেই চিনে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে। চলত সপ্তাহে প্রায় প্রতিদিনই চিনে নতুন স্মার্টফোন বাজারে এসেছে। বৃহস্পতিবার আরও একটা নতুন স্মার্টফোন নিয়ে এসেছে iQoo। নতুন iQoo Neo 3 5G-তে রয়েছে Snapdragon 865 চিপসেট, 4,500 mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং। এই ফোনে UFS 3.1 স্টোরেজ ব্যবহার কয়েছে। নতুন ফোনের দাম ও স্পেসিফিকেশন দেখে নিন।
চিনে iQoo Neo 3 5G-র দাম শুরু হচ্ছে 2,698 ইউয়ান (প্রায় 28,900 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।
ডুয়াল সিম iQoo Neo 3 5G-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির iQoo UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরতে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।
এই ফোনের পিছনের ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
মাউন্ট এভারেস্টে শুরু হচ্ছে 5G পরিষেবা
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
iQoo Neo 3 5G-তে রয়েছে 4,500 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 44W ফাস্ট চার্জিং। এই ফোনের ওজন 198.1 গ্রাম। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 6, NFC, 3.5 মিমি অডিও জ্যাক , 5G SA/NSA সহ একাধিক ফিচার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন