মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন দেখছেন? এবার বিশ্বের উচ্চতম শৃঙ্গেও মিলবে 5G নেটওয়ার্ক
Photo Credit: Weibo
মাউন্ট এভারেস্টে 5G নেটওয়ার্ক তৈরির কাজ চলছে
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই মাউন্ট এভারেস্টে 5G পরিষেবা শুরু হচ্ছে। চিনের জনপ্রিয় টেলিকম কোম্পানি China Telecom ও Huawei একসঙ্গে হাত মিলিয়ে বিশ্বের উচ্চতম শৃঙ্গে আধুনিকতম টেলিকম প্রযুক্তি নিয়ে আসছে। ইতিমধ্যেই এভারেস্টের দুটি ক্যাম্পে 5G সার্ভিসের জন্য প্রয়োজনীয় যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে। চায়না টেলিকম জানিয়েছে 6,500 মিটার উচ্চতার ক্যাম্পে যন্ত্র বসানোর কাজ বাকি রয়েছে। 25 এপ্রিলের আগে এই কাজ শেষ হয়ে যাবে। এর ফলে এভারেস্ট শৃঙ্গে 5G নেটওয়ার্ক পৌঁছে যাবে।
চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে চায়না মোবাইল জানিয়েছে, 19 এপ্রিল 5,300 মিটার ও 5,800 মিটার উচ্চতায় দুটি ক্যাম্পে যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে। চলতি শনিবারের মধ্যে 6,500 মিটার উচ্চতার ক্যাম্পে 5G যন্ত্রাংশ বসানোর কাজ শেষ হবে।
ছবি: Weibo
এই উচ্চতায় 5G যন্ত্রাংশ বসাতে 150 জন কর্মী কাজ করছেন। এই জন্য যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী বাবদ 8 টন জিনিসপত্র পর্বতশৃঙ্গে পৌঁছেছে। Huawei-এর তৈরি যন্ত্রাংশের মাধ্যমে এভারেস্ট শৃঙ্গে 5G পরিষেবা পৌঁছে দেবে China Mobile। এর ফলে এভারেস্টে 1Gbps স্পিডে ডাউনলোড করা যাবে।
5G পরিষেবা শুরু হলে পর্বতারোহীদের বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে সুবিধা হবে। ফলে এভারেস্ট জয় আগের থেকে সুরক্ষিত হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Flipkart Black Friday Sale 2025 Date Announced; Will Offer Discounts on Smartphones, Laptops, and More
Nothing Phone 4a Reportedly Listed on BIS Website, Could Launch in India Soon