মঙ্গলবার ভারতে লঞ্চ হল নতুন Huawei P30 Lite। একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন Huawei P30 Pro। Huawei P30 Lite ফোনের প্রধান আকর্ষন এই ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 32 মেগাপিক্সেল সেন্সার। ফোনের ভিতরে থাকছে Kirin 710 চিপসেট, 6.15 ইঞ্চি HD+ ডিসপ্লে আর 3,340 mAh ব্যাটারি।
আরও পড়ুন: চারটি রিয়ার ক্যামেরা সহ ভারতে এল Huawei P30 Pro
4GB RAM আর 128GB স্টোরেজে Huawei P30 Lite কিনতে 19,990 টাকা খরচ হবে। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 22.990 টাকা। Huawei P30 Pro এর মতোই Amazon আর Chroma Store থেকে পাওয়া যাবে Huawei P30 Lite। 25 এপ্রিল মধ্যরাতে বিক্রি শুরু হবে এই ফোন।
ডুয়াল সিম Huawei P30 Lite ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0.1 স্কিন। ফোনের ভিতরে থাকবে 6.15 ইঞ্চি FHD+ ডিসপ্লে। P30 Lite এ থাকছে Kirin 710 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ। ভালো গেমিং এর জন্য P30 Lite এ থাকছে GPU Turbo 2.0।
Huawei P30 Lite ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Huawei P30 Lite ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C আর FM রেডিও। ফোনের ভিতরে থাকছে একটি 3,340 mAh ব্যাটারি। রয়েছে 10W ফাস্ট চার্জ সাপোর্ট। Huawei P30 Lite এর ওজন 159 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন