Photo Credit: 9TechEleven
শীঘ্রই বাজারে আসবে Huawei P40 আর Huawei P40 Pro। 2020 সালের মার্চ মাসে এই ফোন লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে P40 Pro ফোনে মোট সাতটি ক্যামেরা থাকতে পারে। এই ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা আর সামনে দুটি ক্যামেরা থাকতে পারে। ফোনের পিছনে প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সিনে সেন্স, টাইম ও ফ্লাইট ক্যামেরা আর একটি পেরিস্কোপ টাইপ টেলি লেন্স।
Huawei P40 Pro ফোনে থাকতে পারে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লের নীচে থাকতে পারে ডুয়াল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে আয়তকার ক্যামেরা মডিউলে পা৬চটি ক্যামেরা থাকতে পারে।
সম্প্রতি কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছে Huawei P40 Pro ফোনে কোম্পানির নিজস্ব HarmonyOS অপারেটিং সিস্টেম চলতে পারে। সম্প্রতি মার্কিন সরকারের নির্দেশের পরে Huawei ফোনে Android অপারেটিং সিস্টেম ব্যবহার নিষিদ্ধ হয়েছিল।
এছাড়াও Huawei এর তরফ থেকে জানানো হয়েছে এবার অন্য কোম্পানির ফোনেও Kirin চিপসেট দেখা যাবে। এতদিন শুধুমাত্র Huawei ফোনেই Kirin চিপসেট ব্যবহার হত। সম্প্রতি 5G কানেক্টিভিটি সহ লঞ্চ হয়েছিল Huawei এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 990।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন