Huawei P40 Pro ফোনের ছবি প্রকাশিত হয়েছে। সেখানে এই ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের সামনে ডিসপ্লের ডান দিকে উপরে হোল-পাঞ্চের নীচে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। মার্চ মাসে এই ফোন লঞ্চ করবে Huawei।
Huawei P40 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকলেও Huawei P40 ফোনের পিছনে থাকতে পারে তিনটি ক্যামেরা। P30 ফোনের পিছনেও তিনটি ক্যামেরা ব্যবহার করেছিল Huawei।
Huawei P40 Pro ফোনে মোট সাতটি ক্যামেরা থাকতে পারে। এই ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা আর সামনে দুটি ক্যামেরা থাকতে পারে। ফোনের পিছনে প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সিনে সেন্স, টাইম ও ফ্লাইট ক্যামেরা আর একটি পেরিস্কোপ টাইপ টেলি লেন্স।