26 মার্চ এক অনুষ্ঠান থেকে লঞ্চ হবে Huawei -এর ফ্ল্যাগশিপ সিরিজের একাধিক স্মার্টফোন লঞ্চ হবে। এর আগেই বাজারে এল লাইট ভার্সান। লঞ্চ হয়েছে Huawei P40 Lite। স্পেনে এই ফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Huawei Nova 6 SE। সেই ফোনের নাম বদলে স্পেনে লঞ্চ হয়েছে Huawei P40 Lite। এই ফোনে রয়েছে Kirin 810 চিপসেট। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা।
স্পেনে Huawei P40 Lite -এর দাম 299 ইউরো। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ভারতে কবে Huawei P40 Lite লঞ্চ হবে জানায়নি চিনের কোম্পানিটি।
Psss...¿te has enterado?
— Huawei Mobile España (@HuaweiMobileESP) February 26, 2020
Con HUAWEI P40 lite mira todo lo que te llevas:
???? Cuádruple cámara IA con campo de visión de 120º
⚙️ Chipset Kirin 810
???? Batería de 4.200 mAh
⚡️ Supercharge: carga al 70% en solo 30 mins
¡Contigo el futuro empieza hoy! pic.twitter.com/lr4J1jds9r
Huawei P40 Lite -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 8GB RAM, 128GB স্টোরেজ.
Huawei P40 Lite এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 24 মেগাপিক্সেল ক্যামেরা।
দুর্দান্ত সেল! বিভিন্ন স্মার্টফোন 2,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Realme
Huawei P40 Lite -এর পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এই ফোনে রয়েছে একটি 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন