শুরু হল Realme Xtra Days sale। এই সেলে সস্তা হয়েছে Realme X, Realme XT ও Realme 5 Pro। 29 ফেব্রুয়ারি পর্যন্ত Flipkart.com, Realme.com ও Amazon.in থেকে এই সেল চলবে।
Realme X -এ 2,000 টাকা ছাড় মিলবে
শুরু হল Realme Xtra Days sale। এই সেলে সস্তা হয়েছে Realme X, Realme XT ও Realme 5 Pro। 29 ফেব্রুয়ারি পর্যন্ত Flipkart.com, Realme.com ও Amazon.in থেকে এই সেল চলবে। 2,000 টাকা সস্তা হয়েছে Realme X। Realme XT -র দাম 1,000 টাকা কমেছে। 11,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Realme 5 Pro।
এই সেলে 4GB RAM + 128GB স্টোরেজে Realme X কিনতে 14,999 টাকা খরচ হবে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 17,999 টাকা খরচ হবে। Realme.com, Flipkart.com ও Amazon.in থেকে এই ফোন কেনা যাচ্ছে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত 500 টাকা ছাড় ও নো কস্ট ইএমআইয়ের সুবিধা মিলছে Realme.com থেকে।
এছাড়াও সস্তা হয়েছে Realme XT। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 14,999 টাকা খরচ হবে। 6GB RAM + 64GB স্টোরেজে Realme XT -র দাম কমে হয়েছে 15,999 টাকা। টপ ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 17,999 টাকা। Realme.com, Amazon.in ও Flipkart.com থেকে Realme XT-র সব ভেরিয়েন্টে 1,000 টাকা ছাড় মিলবে।
64 মেগাপিক্সেল ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo Reno 3
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
4GB RAM + 64GB স্টোরেজে Realme 5 Pro এর দাম কমে 11,999 টাকা হয়েছে। যদিও 6GB RAM + 64GB স্টোরেজ ও 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম কমেনি। 13,999 টাকা ও 15,999 টাকায় এই দুই ভেরিয়েন্ট বিক্রি হচ্ছে। নীল ও সবুজ রঙে এই ফোন পাওয়া যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Motorola Edge 70 Launched With Snapdragon 7 Gen 4 Chipset, Slim 5.99mm Profile: Price, Specifications