2 মার্চ ভারতে আসছে Oppo Reno 3। নতুন ফোনের ক্যামেরা ও স্পেসিফিকেশন জানিয়ে ইতিমধ্যেই একটি ওয়েবসাইট নিয়ে এসেছে Oppo।
ভারতে 4G ভেরিয়েন্টে লঞ্চ হবে Oppo Reno 3 Pro
2 মার্চ ভারতে আসছে Oppo Reno 3। সম্প্রতি চিনে Oppo Reno 3 লঞ্চ হলেও ভারতে এই ফোনে একাধিক পরিবর্তন থাকছে। নতুন ফোনের ক্যামেরা ও স্পেসিফিকেশন জানিয়ে ইতিমধ্যেই একটি ওয়েবসাইট নিয়ে এসেছে Oppo। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে ডুয়াল সেলফি ক্যামেরা থাকছে। ডুয়াল সেলফি ক্যামেরায় থাকছে 44 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
কোম্পানির দাবি ডুয়াল সেলফি ক্যামেরার মাধ্যমে এই ফোনে বোকে মোডে দুর্দান্ত সেলফি তোলা যাবে। এছাড়াও কম আলোতে সেলফি তোলার জন্য বিশেষ সেলফি মোড থাকছে। একাধিক ছবির মিশ্রণে এই ফোনের নাইট মোডে তোলা ছবিতে দুর্দান্ত ডিটেল মিলবে।
Oppo Reno 3 -র পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। নীল, কালো ও সাদা রঙে এই ফোন পাওয়া যাবে। যদিও এই ফোনের অন্যান্য ফিচার সম্পর্কে জানা যায়নি।
সম্প্রতি প্রকাশিত ছবি থেকে জানা গিয়েছে ফোনের বাঁ দিকে ভলিউম বাটন থাকছে। ডান দিকে থাকছে পাওয়ার বাটন। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
এটাই Realme 6 Pro! লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
ডিসেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Oppo Reno 3। যদিও ভারতে নতুন কনফিগারেশনে এই ফোন নিয়ে আসছে চিনের কোম্পানিটি। চিনে এই ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ব্যবহার হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 Pro 5G India Launch Seems Imminent After Smartphone Appears on Geekbench