Photo Credit: Onleaks/ iGeeksblog
2020 সালের প্রথমার্ধেই একগুচ্ছ নতুন প্রোডাক্ট নিয়ে আসছে Apple। সম্প্রতি Apple বিশ্লেষক মিং-চি- কুও কোম্পানির লগ্নিকারিদের একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠি থেকে জানা গিয়েছে চলতি বছর তুলনামূলক কম দামের iPhone লঞ্চ করবে কুপার্টিনোর কোম্পানিটি। এছাড়াও নতুন MacBook Pro অথবা নতুন Macbook Air ও নতুন iPad Pro লঞ্চ করতে পারে Apple। কুও আরও জানিয়েছেন একটি আলট্রা ওয়াইডব্যান্ড ট্র্যাকিং ট্যাগ, একটি হাই-এন্ড হেডফোন ও একটি ওয়্যারলেস চার্জিং ম্যাট লঞ্চ করতে পারে কোম্পানিটি।
লগ্নিকারীদের কুও জানিয়েছেন, 2020 সালের প্রথমার্ধে লঞ্চ হওয়া উল্লেখযোগ্য প্রোডাক্টগুলি হল কম দামের iPhone, নতুন iPad Pro, নতুন MacBook Pro অথবা MacBook Air (দুটোই?)।
Samsung -এর নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে সহ আসছে Galaxy Z Flip
অনেক দিন ধরেই iPhone SE এর উত্তরসূরি লঞ্চের খবর সামনে আসছে। একাধিক রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে iPhone 8-এর মতো ডিজাইন ব্যবহার হতে পারে। নতুন বাজেট iPhone-এ থাকবে 4.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে A13 চিপ ও 3GB RAM। চলতি বছর মার্চ মাসে এই ফোন লঞ্চ হতে পারে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
গত বছর প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল 399 মার্কিন ডলারে লঞ্চ হবে iPhone SE 2। কয়েক বছর আগে একই দামে লঞ্চ হয়েছিল iPhone SE। সেই রিপোর্টে কুও জানিয়েছিলেন যে সব গ্রাহক এখনও iPhone 6 অথবা iPhone 6S ব্যবহার করছেন মূলত সেই গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোন বাজারে আনছে Apple। iPhone SE 2 ফোনে এজ-টু-এজ ডিসপ্লে থাকবে না। বদলে iPhone 8 এর মতো ডিজাইন ব্যবহার হবে।
iPhone SE 2-তে একটি 4.7 ইঞ্চি LCD ডিসপ্লে ব্যবহার হবে। সম্প্রতি সব iPhone থেকে টাচ আইডি আর হোম বাটন বাদ গিয়েছিল। তবে iPhone SE 2 তে টাচ আইডি আর হোম বাটন ফিরে আসছে। লঞ্চের সময় এই ফোনে iOS 13 অপারেটিং সিস্টেম চলবে। চলতি বছর মার্চ মাসেই বাজারে আসতে পারে এই ফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন