Photo Credit: Mobielkopen
বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টে একের পর এক ফোন লঞ্চ করছে Motorola। শীঘ্রই বাজারে আসবে Moto E6 Play। সম্প্রতি ইন্টারনেটে এই ফোনের ছবি দেখা গিয়েছে। Moto E6 Play ফোনে Moto E6 Plus এর মতো ডিজাইন থাকছে। এছাড়াও সামনে এসেছে Moto G8 Play ফোনের ছবি। সেই ফোনে থাকছে Moto G8 এর মতো ছবি।
Moto E সিরিজের পরবর্তী স্মার্টফোন Moto E6 Play। সম্প্রতি লঞ্চ হওয়া Moto E6 Plus ফোনের সাথে নতুন ফোনের ডিজাইনে সামঞ্জস্য রয়েছে। Moto E6 Play ফোনে থাকবে একটি 16:9 অনুপাতের ডিসপ্লে। ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ডিসপ্লের চারপাশে তুলনামূলক চওড়া বেজেল দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে একটি ক্যামেরা। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। এর সাথেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেখানে কোম্পানির লোগো দেখা যাবে।
Moto E6 Play ফোনের ডান দিকে থাকছে ভলিউম আর পাওয়ার বাটন। ফোনের নীচে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট আর ফোনের উপরে থাকছে 3.5 মিমি অডিও জ্যাক। কালো আর নীল রঙে বাজারে আসবে এই ফোন।
ফোল্ডেবেল স্মার্টফোন দুনিয়ায় নতুন চমক! নভেম্বরে আসছে Motorola Razr 2019
এছাড়াও Moto G8 Play ফোনের ছবি সামনে এসেছে। এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ দেখা যাবে। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Moto G8 Play ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। ফোনের ভিতরে থাকতে পারে MediaTek Helio P70 অথবা P60 চিপসেট।
মাত্র 101 টাকা দিলেই হাতে আসবে নতুন Vivo স্মার্টফোন, কীভাবে?
লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Moto G8 Plus ফোনের স্পেসফিকেশন
24 অক্টোবর ব্রাজিলে লঞ্চ হতে পারে Moto E6 Play আর Moto G8 Play। একই ইভেন্ট থেকে Moto G8 আর Moto G8 Plus লঞ্চ করতে পারে Motorola।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন