দীপাবলির আগে দুর্দান্ত অফার নিয়ে এল Vivo। এবার মাত্র 101 টাকা দিলেই নতুন Vivo স্মার্টফোন হাতে হাতে পাওয়া যাবে। 31 অক্টোবর পর্যন্ত এই অফার চলবে। Vivo V17 Pro, Vivo V15 Pro, Vivo Z1x 8GB RAM, Vivo V15, Vivo S1, Vivo Y17, Vivo Y15 আর Vivo Y12 ফোনে এই অফার প্রযোজ্য হবে।
31 অক্টোবর পর্যন্ত সব অফলাইন আউটলেট থেকে Vivo স্মার্টফোনে এই অফার চলবে
দীপাবলির আগে দুর্দান্ত অফার নিয়ে এল Vivo। এবার মাত্র 101 টাকা দিলেই নতুন Vivo স্মার্টফোন হাতে হাতে পাওয়া যাবে। গোটা দেশে অফলাইন স্টোরে নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে ফোন বিক্রি শুরু করেছে চিনের কোম্পানিটি। এই অফারে ডিজিটাল লেনদেনে থাকছে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়াও সম্প্রতি লঞ্চ হওয়া Vivo V17 Pro, V15 Pro, Z1x 8GB RAM ভেরিয়েন্টে থাকছে আকর্ষণীয় অফার।
শেষ সুযোগ ফস্কে যাওয়ার আগে Flipkart সেলের সেরা অফারগুলি দেখে নিন
18 অক্টোবর Vivo স্মার্টফোনে এই অফার শুরু হবে। 31 অক্টোবর পর্যন্ত এই অফার চলবে। এক বিবৃতিতে Vivo জানিয়েছে গোটা দেশের সব অফলাইন অউটলেট থেকে এই অফারের সুবিধা পাওয়া যাবে। এই অফারে মাত্র 101 টাকা দিয়ে নতুন Vivo স্মার্টফোন বাড়ি আনতে পারবেন গ্রাহকরা। Vivo V17 Pro, Vivo V15 Pro, Vivo Z1x 8GB RAM, Vivo V15, Vivo S1, Vivo Y17, Vivo Y15 আর Vivo Y12 ফোনে এই অফার প্রযোজ্য হবে।
নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল আরও শক্তিশালী Vivo Z1x
101 টাকা অফার ছাড়াও এইচডিবি ফাইনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে এই সেলে কেনাকাটা করলে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এইচডিএফসি ব্যাঙ্ক আর আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই লেনদেনে থাকছে 5 শতাংশ ক্যাশব্যাক। মাত্র 926 টাকা থেকে মাসিক কিস্তি শুরু হচ্ছে। এছাড়াও বাজাজ ফিনসার্ভ, হোম ক্রেডিট, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আর এইচডিবিএফসি এর মাধ্যমে থাকছে কোন প্রসেসিং ফি ছাড়া 12 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআইয়ের সুবিধা।
64MP ক্যামেরা, গেমিং চিপসেট সহ লঞ্চ হল Redmi Note 8 Pro
এর সাথেই পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Vivo V17 Pro আর Vivo S1 কিনলে 1,999 টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। Cashify এর সাথে হাত মিলিয়ে এই সুবিধা দিচ্ছে Vivo।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
James Gunn's Superman to Release on JioHotstar on December 11: What You Need to Know
The Boys Season 5 OTT Release Date: When and Where to Watch the Final Season Online?
The Strangers Chapter 2 Now Available on Rent on Amazon Prime Video, Apple TV, and More