ভারতে লঞ্চ হল Redmi Note 8 Pro। বুধবার ভারতে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা।
Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে
ভারতে লঞ্চ হল Redmi Note 8 Pro। বুধবার ভারতে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। Redmi Note 8 Pro এর ভিতরে থাকছে MediaTek Helio G90T চিপসেট। Google Assistant এর সাথেই ভারতে Redmi Note 8 Pro ফোনে থাকছে Amazon Alexa ভয়েস অ্যাসিস্টেন্ট। একই ইভেন্ট থেকে বুধবার লঞ্চ হয়েছে Redmi Note 8।
চারটি রিয়ার ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 8
Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 14,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম 15,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 17,999 টাকা খরচ হবে।
21 অক্টোবর দুপুর 12 টায় Amazon.in, Mi.com আর Mi Home থেকে এই ফোন বিক্রি শুরু হবে। লঞ্চ অফারে Airtel প্রিপেড গ্রাহকরা প্রথম 10 মাস 249 টাকা আর 349 টাকা রিচার্জে দুগুণ ডেটা পাবেন।
কবে ভারতে আসছে Realme X2 Pro? জানিয়ে দিল Realme
Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
দুর্দান্ত ডিসপ্লে, আরও ভালো ক্যামেরা সহ লঞ্চ হল Google Pixel 4 আর Pixel 4 XL
![]()
Redmi Note 8 Pro comes with a quad camera setup at the back
ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি। Redmi Note 8 Pro এর ওজন 199.8 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Mi Savitribai Jotirao Phule OTT: Know When and Where to Watch the Marathi Biographical Series
Photon Microchip Breakthrough Hints at Quantum Computers With Millions of Qubits
NASA Spots Starquakes in a Red Giant Orbiting One of the Galaxy’s Quietest Black Holes
ISS Astronauts Celebrate Christmas in Orbit, Send Messages to Earth