সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Realme X2 Pro। এই ফোনে রয়েছে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। 20 নভেম্বর ভারতে এই ফোন লঞ্চ হবে। ঐ দিন দুপুর 12 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে Realme।
নভেম্বর মাসে ভারতে আসছে Realme X2 Pro
সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Realme X2 Pro। এই ফোনে রয়েছে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। 20 নভেম্বর ভারতে এই ফোন লঞ্চ হবে। ঐ দিন দুপুর 12 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে Realme। এই ফোনে একটি FHD+ AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং ফিচার থাকছে। পপ-আপ সেলফি ক্যামেরার পরিবর্তে এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে।
দুর্দান্ত ডিসপ্লে, আরও ভালো ক্যামেরা সহ লঞ্চ হল Google Pixel 4 আর Pixel 4 XL
6GB RAM + 64GB স্টোরেজে Realme X2 Pro এর দাম 2,699 ইউয়ান (প্রায় 27,200 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে Realme X2 Pro কিনতে 2,899 ইউয়ান (প্রায় 29,200 টাকা) খরচ হবে। 12GB RAM + 256GB স্টোরেজে Realme X2 Pro এর দাম 3,299 ইউয়ান (প্রায় 33,200 টাকা)। 18 অক্টোবর চিনে বিক্রি শুরু হবে Realme X2 Pro। 20 নভেম্বর ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।
Realme X2 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং থাকছে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট, 12GB পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
OnePlus এর থেকেও কম দামে বাজারে আসছে নতুন iPhone
Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X2 Pro এর ওজন 199 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video
12A Railway Colony Now Streaming on Amazon Prime Video: What You Need to Know