বৃহস্পতিবার লঞ্চ হল Moto E6। সম্প্রতি Moto E সিরিজের নতুন এই স্মার্টফোন বাজারে এসেছে। এই ফোনে ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। পরিবর্তে ডিসপ্লের উপরে ও নীচে থাকছে চওড়া বেজেল। তবে Moto E সিরিজের অন্যান্য ফোনের সাথে Moto E6 ফোনের ডিজাইনের মিল রয়েছে।
Moto E6 এর দাম 149.99 মার্কিন ডলার (প্রায় 10,300 টাকা)। নেভি ব্লু ও স্টারি ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন বিক্রি শুরু হয়েছে। শিঘ্রই কানাডায় এই ফোন লঞ্চ করবে Motorola। তবে ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।
Motorola Moto E6 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 5.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। আপাতত সিঙ্গেল সিম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। তবে এশিয়া ও ইউরোপে এই দোন ডুয়াল সিম ভেরিয়েন্টে লঞ্চ করবে Motorola। Moto E6 ফোনের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 435 চিপসেট। ফোনের ভিতরে রয়েছে 2GB RAM আর 16GB স্টোরেজ। এর সাথেই রয়েছে একটি 3,000 mAh রিমুভেবেল ব্যাটারি।
এই ফোনে ছবি তোলার জন্য রয়েছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য Moto E6 ফোনে ফোনে থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। Moto E6 এর ওজন 159 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন