শুক্রবার ভারতে বিক্রি শুরু হল Moto G7 Power। গত সপ্তাহে ব্রাজিলে Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্ট ফোন সামনে এসেছিল। এর মধ্যে ভারতের শুধুমাত্র Moto G7 Power ফোনটি পাওয়া যাবে। কোম্পানির দাবি করেছে এক চার্জে 60 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন। ভারতে Moto G7 Power এর দাম 13,999 টাকা। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে, Qualcomm Snapdragon 632 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7
ভারতে Moto G7 Power ফোনের দাম 13,999 টাকা। 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টে এইন ফোন পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র সেরামিক ব্ল্যাক কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Flipkart থেকে Moto G7 Power বিক্রি শুরু হয়েছে।
আরও পড়ুন: এক চার্জে 50 দিন ব্যাক আপ, ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা সহ আসছে এই স্মার্টফোন
Moto G7 Power এ থাকবে একই 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 3GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য থাকছে একটি 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: শিঘ্রই ভারতে আসছে Samsung Galaxy M30, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন
Moto G7 Power ফোনে চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম। ফোনের চিতরে থাকছে একটি 5,000mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন