অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছে Motorola One Action। ইতিমধ্যেই ফ্ল্যাশ সেলের মাধ্যমে ভারতে এই ফোন বিক্রি শুরু হয়েছিল। তবে Motorola One Action কিনতে আর ফ্ল্যাশ সেলের অপেক্ষা করতে হবে না। ওপেন সেলে বিক্রি শুরু হল এই স্মার্টফোন। অর্থাৎ যখন খুশি এই ফোন কিনে ফেলা যাবে। ভারতে Motorola One Action এর দাম 13,999 টাকা থেকে। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকছে টাইম ল্যাপস ভিডিও রেকর্ডিং। Motorola One Action ফোনের ডিসপ্লের বাঁ দিকে উপরে থাকছে একটি পাঞ্চ হোল। সেখানে থাকছে ফোনের সেলফি ক্যামেরা।
Motorola One Action এর দাম 13,999 টাকা। 4GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Flipkart থেকে যখন খুশি কেনা যাবে এই স্মার্টফোন।
লঞ্চ অফারে Jio গ্রাহকরা 2,200 টাকা ক্যাশব্যাক পাবেন। সাথে থাকছে অতিরিক্ত 125GB 4G ডেটা। নীল ও সাদা রঙে পাওয়া যাবে Motorola One Action।
ডুয়াল সিম Motorola One Action ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর Samsung Exynos 9609 চিপসেট, Mali MP3 GPU, 4GB RAM আর 128GB স্টোরেজ।
Motorola One Action ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি আলট্রা ওয়াইড ক্যামেতা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 12 মেগাপিক্সেল সেন্সর। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই সেলফি ক্যামেরায় বিভিন্ন এফেক্ট ব্যবহার করা যাবে।
কানেক্টিভিটির জন্য Motorola One Action ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। থাকছে অ্যাস্কিলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ম্যাগনেটোমিটার আর প্রক্সিমিটি সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন