কবে ভারতে আসছে Motorola One Action?
Motorola One Action ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 21:9। ডিসপ্লের উপরে হোল পাঞ্চের নীচে থাকছে সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি Exynos 9609 চিপসেড়, 4GB RAM আর 128GB স্টোরেজ।