চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Motorola One Macro। শনিবার ভারতে বিক্রি শুরু হচ্ছে এই স্মার্টফোন। এই ফোনে থাকছে একটি আলাদা ম্যাক্রো ক্যামেরা। সাথে থাকছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে।
Motorola One Macro এর দাম 9,999 টাকা। ভারতে শুধুমাত্র নীল রঙে এই ফোন পাওয়া যাবে। 12 অক্টোবর দুপুর 12 টায় Flipkart থেকে বিক্রি শুরু হবে Motorola One Macro।