Motorola Edge 70 ফ্লিপকার্টে 1,000 টাকা ছাড়ে কেনা যাচ্ছে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 is India's only ultra-thin smartphone with three 50MP cameras
বড়দিনের আগেই Motorola Edge 70-এর সেল শুরু হল। এই মিড-রেঞ্জ স্মার্টফোনের ডিজাইন অবাক করার মতো। এটি স্রেফ 5.99 মিমি পুরু৷ অর্থাৎ হ্যান্ডসেটটি পেন্সিলের থেকেও পাতলা। এতে আল্ট্রা-স্লিম বডির পাশাপাশি একঝাঁক আকর্ষণীয় ফিচার্স আছে। ফোনে এয়ার ক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম এবং প্রিমিয়াম মেটাল ফ্রেম রয়েছে। Motorola Edge 70 মডেলে Dolby Atmos প্রযুক্তির স্পিকার, 68W ফাস্ট চার্জি, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, মোট চারটি ক্যামেরা, IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। চলুন ফোনটির দাম, সেল অফার, এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Motorola Edge 70-এর দাম ভারতে 29,999 টাকা। ফোনটি 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,000 টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। আবার Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ডে 2,448 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। এটি প্যানটোন ব্রোঞ্জ গ্রীন, প্যানটোন গ্যাজেট গ্রে, ও প্যানটোন লিলি প্যাড রঙে কেনা যাচ্ছে।
স্পেসিফিকেশন ও অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, মোটোরোলা এজ 70-এর সামনে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2,712 x 1,220 পিক্সেল), ডলবি ভিশন, এবং HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। মোটোরোলার নতুন ফোন Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। এটি তিনটি সিস্টেম আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট পাবে।
Motorola Edge 70 চলে Snapdragon 7 Gen 4 প্রসেসরে। এটি 8 জিবি LPDDR4x র্যাম ও 256 জিবি UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটিতে 5,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে যা 68W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
অন্য দিকে, ডিভাইসটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3-ইন-1 লাইট সেন্সর আছে। ব্যাক ক্যামেরা 4K রেজোলিউশনে UHD ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Motorola Edge 70-এর ক্যামেরা সিস্টেমে AI ভিডিও এনহ্যান্সমেন্ট, AI অ্যাকশন শট, এবং AI অ্যাডাপ্টিভ রেজোলিউশনের মতো বৈশিষ্ট্য মিলবে। এছাড়াও, 4,600 বর্গ মিলিমিটার ভ্যাপার কুলিং চেম্বার সিস্টেম, সার্কেল টু সার্চ, স্টেরিও স্পিকার, ও ডেডিকেটেড AI বাটন আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Honor Win Series Camera Specifications Tipped Days Ahead of China Launch
Oppo Reno 15 Series India Launch Date, Price Range Surface Online; Tipster Leaks Global Variant Price, Features
Clair Obscur: Expedition 33's Game of the Year Win at Indie Game Awards Retracted Over Gen AI Use