Motorola Edge 70 মাত্র 5.99 মিমি পুরু এবং ওজন 159 গ্রাম।
Photo Credit: Motorola
Motorola Edge 70 boasts a thickness of 5.99mm
Motorola Edge 70 সোমবার ভারতে লঞ্চ হল। এই মিড-রেঞ্জ ফোন নিয়ে মাতামাতির অন্যতম কারণ হল মেদহীন শরীর। একটি পেন্সিলের থেকেও পাতলা এই স্মার্টফোনের ওজন 159 গ্রাম। শুনলে অবাক হবেন যে এটি স্রেফ 5.99 মিমি পুরু। ফোনটিতে এয়ার ক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ও প্রিমিয়াম মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে। Motorola Edge 70 মডেলটির বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ভেপার কুলিং চেম্বার, Dolby Atmos সাউন্ড, সার্কেল টু সার্চ, 68W ফাস্ট চার্জিং প্রযুক্তি, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, সর্বোচ্চ মানের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, 4K ভিডিও রেকর্ডিং, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, ইত্যাদি।
Motorola Edge 70 ভারতে 29,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে এসেছে। । তবে কোম্পানি পার্টনার ব্যাংকের কার্ডে 1,000 টাকা ছাড় দেওয়ার কথা জানিয়েছে। এটি ডিসেম্বর 23 থেকে ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোর, ও অন্যান্য অফলাইন রিটেল স্টোরে উপলব্ধ হবে। ডিভাইসটি প্যানটোন ব্রোঞ্জ গ্রীন, প্যানটোন গ্যাজেট গ্রে, ও প্যানটোন লিলি প্যাড রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।
মোটোরোলা এজ 70-এর সামনে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,712 x 1,220 পিক্সেল), 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, ও 4,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনে Corning Gorila 7i কভার আছে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। এছাড়াও, স্ক্রিনটি SGS লো ব্লু লাইট সার্টিফায়েড। অর্থাৎ এটি নীল আলোর নির্গমন কমিয়ে চোখের উপর চাপ লাঘব করতে সাহায্য করবে।
Motorola Edge 70 এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.0 অ্যাপারচার ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 3-ইন-1 লাইট সেন্সর রয়েছে। ব্যাক ক্যামেরা 4K রেজোলিউশনে UHD (30fps) ভিডিও রেকর্ড করতে সক্ষম। ক্যামেরা সিস্টেমে AI ভিডিও এনহ্যান্সমেন্ট, AI অ্যাকশন শট, AI অ্যাডাপ্টিভ রেজোলিউশনের মতো বৈশিষ্ট্য মিলবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Motorola Edge 70 মডেলে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 8 জিবি LPDDR4x র্যাম এবং 256 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটিতে 5,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে যা 68W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে।
মোটোরোলার নতুন ফোনে Android 16 প্রি-ইনস্টলড আছে। কোম্পানি তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে বলে জানিয়েছে। একটি কাঠের পেনসিলের নিচের অংশ যেখানে 7.00 মিমি পুরু, সেখানে নয়া ফোনটি 5.99 মিলিমিটার স্লিম। ডিভাইসটি IP68 + IP69-স্তরের জল ও ধুলোরোধী রেটিং অফার করে। এছাড়াও, এতে Dolby Atmos সার্টিফায়েড স্টেরিও স্পিকার, 4,600 বর্গ মিমি VC কুলিং সিস্টেম, ও ডেডিকেটেড AI কী আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 15c Launched With Snapdragon 7 Gen 4 SoC, 6,500mAh Battery: Price, Specifications