Moto G57 Power প্যানটোল রেগাটা, ও প্যানটোন কর্সেয়ার রঙে উপলল্ধ। প্রতিটি কালার অপশনে ভিগান লেদার প্যানেল রয়েছে।
Photo Credit: Motorola
Moto G57 Power features a 50-megapixel triple camera setup
Moto G57 Power নভেম্বর 24 ভারতে লঞ্চ হয়েছিল। এক সপ্তাহের বেশি সময় পর আজ ফোনটির সেল শুরু হয়েছে। লঞ্চ অফারের অধীনে এটি 13,000 টাকার মধ্যে অর্ডার করতে পারবে ক্রেতারা। এই বাজেটে ডিভাইসটি অন্যতম সেরা সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন। ফোনটিতে 50 মেগাপিক্সেল Sony LYT-600 ক্যামেরা সেন্সর রয়েছে, যা এই দামে প্রথমবার পাওয়া যাচ্ছে। আবার এটি ভারতের প্রথম Snapdragon 6s Gen 4 চিপসেট চালিত ফোন। Moto G57 Power-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 120 হার্টজ FHD ডিসপ্লে, Dolby Atmos সহ ডুয়াল স্টেরিও স্পিকার, পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি, MIL-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ইত্যাদি।
প্রতিবেদন লেখার সময় ফ্লিপকার্টে Moto G67 Power এর লিস্টেড প্রাইস ছিল 13,999 টাকা। এটি 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজের দাম। তবে Axis ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,000 টাকা সরাসরি ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে দাম 12,999 টাকায় নেমে আসবে।
আবার Flipkart Axis ও Flipkart SBI কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত 1,646 টাকা ডিসকাউন্ট পাবে। Moto G57 Power স্মার্টফোনটি প্যানটোল ফ্লুইডিটি, প্যানটোল রেগাটা, ও প্যানটোন কর্সেয়ার রঙে কেনা যাবে। প্রতিটি কালার অপশনে ফোনের পিছনে ভিগান লেদার প্যানেল রয়েছে।
মোটো জি57 পাওয়ার এর সামনে 6.72 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1050 নিট পিক ব্রাইটনেস (HBM), ও FHD+ রেজোলিউশন (2,480 x 1,080 পিক্সেল) সমর্থন করে। স্ক্রিনে Corning Gorila 7i কভার রয়েছে। ফোনটি 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত স্ন্যাপড্রান 6এস জেন 4 প্রসেসরে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে।
Moto G57 Power ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। এটি 50 মেগাপিক্সেল (f/1.8), প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা (f/2.2), ও একটি থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটিতে এআই ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন, অটো নাইট ভিশন, এআই-চালিত পোট্রেট, ম্যাজিক ইরেজার, এআই অটো স্মাইল ক্যাপচার, এবং ফটো আনব্লারের মতো ফিচার্স আছে।
Moto G57 Power সংস্থার প্রথম স্মাটফোন, যেখানে Android 16 আগে থেকেই ইনস্টলড আছে। একটাই মেজর OS আপগ্রেড (Android 17) পাওয়া যাবে। তবে তিন বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Motorola Edge 70 India Launch Date Leaked; Indian Variant Said to Feature Bigger Battery, Slim Design
Dyson HushJet Purifier Compact Launched in India With Electrostatic Filter, AQI Indicator, New HushJet Nozzle Design