Moto G57 Power ভারতের প্রথম Snapdragon 6s Gen 4 চিপসেট চালিত স্মার্টফোন।
Photo Credit: Motorola
Moto G57 Power features a 7,000mAh battery
Motorola সোমবার ভারতে Moto G57 Power লঞ্চের ঘোষণা করল। এটি 13,000 টাকার মধ্যে অন্যতম সেরা বাজেট ফোন হিসেবে দেশের বাজারে এসেছে। ফোনটিতে 50 মেগাপিক্সেল Sony LYT-600 ক্যামেরা সেন্সর রয়েছে, যা এই দামের সেগমেন্টে প্রথম। আবার এটি ভারতের প্রথম ফোন, যেখানে Snapdragon 6s Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে। Moto G57 Power-এর বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে 120 হার্টজ FHD ডিসপ্লে, 24 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম ধরে), ডুয়াল স্টেরিও স্পিকার, MIL-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, IP64 স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, ভিগান লেদার ব্যাক প্যানেল, Dolby Atmos, ইত্যাদি।
Moto G67 Power 5G এর দাম ভারতে 14,999 টাকা রাখা হয়েছে। এটি 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ মডেলের দাম। তবে ব্যাঙ্ক অফার ও স্পেশাল লঞ্চ প্রাইস অর্ন্তভুক্ত করে 2,000 অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে ফোনটি 12,999 টাকায় কিনতে পারবেন। হ্যান্ডসেটটি ডিসেম্বর 3 থেকে মোটোরোলার ওয়েবসাইট, ফ্লিপকার্ট, ও রিটেল স্টোরগুলির মাধ্যমে বিক্রি হবে।
Reliance Jio গ্রাহকরা 10,000 টাকার বেনিফিট পেতে পারেন, যার মধ্যে 2,000 টাকা ক্যাশব্যাক এবং 8,000 টাকার পার্টনার কুপন অর্ন্তভুক্ত আছে। ফোনটি প্যানটোল রেগাটা, প্যানটোল ফ্লুইডিটি, ও প্যানটোন কর্সেয়ার রঙে কেনা যাবে।
মোটো জি57 পাওয়ার একটি 6.72 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসছে, যা FHD+ রেজোলিউশন (2,480 x 1,080 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, কালার বুস্ট টেকনোলজি, ও 1050 নিট ব্রাইটনেস (HBM) সমর্থন করে। স্ক্রিনে Corning Gorila 7i প্রোটেকশন রয়েছে। এতে স্মার্ট ওয়াটার টাচ 2.0 ফিচার থাকার ফলে ভেজা আঙুল দিয়েও ফোন চালানো যাবে।
এটি দুনিয়ার প্রথম ফোন যা স্ন্যাপড্রান 6এস জেন 4 প্রসেসরে রান করে। ভারতে 8 জিবি র্যাম ও 128 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ। আবার র্যাম বুস্টের সাহায্যে 24 জিবি পর্যন্ত র্যাম ভার্চুয়ালি বৃদ্ধি করা সম্ভব। হ্যান্ডসেটটিতে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে। এটি 60 ঘন্টা ব্যাকআপ দেবে বলে দাবি করা হয়েছে।
Moto G57 Power এর পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 3-ইন-ওয়ান লাইট সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে এআই ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন, অটো নাইট ভিশন, এআই-চালিত পোট্রেট, এআই অটো স্মাইল ক্যাপচারের মতো ইন্টেলিজেন্ট ফিচার্স আছে।
এটি সংস্থার প্রথম ফোন যেখানে Android 16 আগে থেকেই ইনস্টলড করা আছে। একে Android 17 অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা। একটাই মেজর OS আপগ্রেড থাকলেও, তিন বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple, Amazon, Meta Among US Tech Giants Opposing Jio, Vi’s 6GHz Band Allocation Demand: Report