Motorola Edge 70 গ্লোবাল ভার্সনের তুলনায় অর্ধেক দামে ভারতে আসতে পারে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Indian variant could feature a bigger battery
Motorola Edge 70 ডিসেম্বর মাসে ভারতে আসতে পারে। সংস্থা এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করলেও, একটি সূত্র থেকে খবরটি ফাঁস হয়েছে। এটি নভেম্বরে গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছিল। স্মার্টফোনটি ডিসেম্বর 15 তারিখের আশেপাশে ভারতে লঞ্চ হবে বলে দাবি করা হচ্ছে। Motorola Edge 70-এর মুখ্য আকর্ষণ হল আল্ট্রা স্লিম ডিজাইন। তবে এটি আর্ন্তজাতিক ভার্সনের তুলনায় বেশ কিছু পরিবর্তনের সঙ্গে ভারতে আসতে পারে। যার মধ্যে উল্লেখযোগ্য হল বেশি ক্ষমতার ব্যাটারি ও ফ্রেশ লুক বা ডিজাইনে নতুনত্ব। এই ফোনে IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।
টেক ব্লগার মুকুল শর্মা মোটোরোলা এজ 70 মডেলটির সম্ভাব্য লঞ্চ ডেট প্রকাশের পাশাপাশি, স্পেসিফিকেশন এবং দাম সংক্রান্ত তথ্য সামনে এনেছেন। তাঁর দাবি, এটি গ্লোবাল ভার্সনের মতো 5.99 মিমি স্লিম হবে, তবে নতুন ডিজাইন থাকতে পারে। ফোনটির 4,800mAh সিলিকন কার্বন ব্যাটারি ভারতীয় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আপগ্রেড হতে পারে। ডিভাইসটির দাম 35,000 টাকার আশেপাশে রাখতে পারে কোম্পানি।
Motorola Edge 70 এ দেশে লাইট গ্রীন, ডার্ক গ্রীন, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। এটি Snapdragon 7 Gen 4 প্রসেসর, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও ওয়্যারলেস চার্জিং সাপোর্টের সঙ্গে আসবে। হ্যান্ডসেটটি সুপার স্লিক ডিজাইনের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে iPhone Air ও Samsung Galaxy S25 Edge-এর মতো মডেলকে টেক্কা দেবে।
এই ফোনের গ্লোবাল মডেলে 6.7 ইঞ্চি P-OLED ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,712 x 1,220 পিক্সেল), 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, ও সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং একটি 3-ইন-1 লাইট সেন্সর রয়েছে।
সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনটি 12 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনে গ্লোবাল মার্কেটে পাওয়া যায়। এতে 4800mAh সিলিকন-কার্বন ব্যাটারি আছে যা 68W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। মোটোরোলার এই ফোনে Android 16 প্রি-ইনস্টলড আছে।
Motorola Edge 70 এর দাম যুক্তরাজ্যে 700 জিবিপি (প্রায় 80,000 টাকা)। ইউরোপে 799 ইউরো থেকে দাম শুরু যা ভারতীয় মুদ্রায় প্রায় 81,000 টাকা। দাবি সত্যি হলে, এটি ভারতে অর্ধেকেরও কম দামে আসবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
India Becomes World’s Second Largest 5G Base with 400M+ Users, Says Union Minister Jyotiraditya Scindia