Motorola Edge 70 মাত্র 5.99mm স্লিম বডির সঙ্গে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Features a 5.99mm Slim Profile
Motorola Edge 70 বুধবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। এটি কোম্পানির সবথেকে পাতলা Android ফোন। ডিভাইসটি 5.99 মিমি পুরু এবং ওজন মাত্র 159 গ্রাম। স্মার্টফোনটি Apple iPhone Air এবং Samsung Galaxy S25 Edge-এর মতো স্লিক ডিজাইনের ফোনকে টেক্কা দিতে বাজারে এসেছে। হ্যান্ডসেটটি Snapdragon 7 Gen 4 প্রসেসরে রান করে। Motorola Edge 70 এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে সিলিকন কার্বন ব্যাটারি, ওয়্যারলেস বা তারহীন চার্জিং সাপোর্ট, Dolby Atmos, স্টিরিও স্পিকার, IP68 + IP69-স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, NFC, এবং মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি (MIL-STD-810H)।
মোটোরোলা এজ 70 ফোনের সামনে 6.7 ইঞ্চি 10-বিট p-OLED ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,712 x 1,220 পিক্সেল), 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, ও সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনে Corning Gorila 7i প্রোটেকশন আছে।
Motorola Edge 70 এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং একটি 3-ইন-1 লাইট সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Motorola Edge 70 মডেলে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 12 জিবি LPDDR4x র্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটিতে 4800mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে যা 68W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
মোটোরোলার নতুন ফোনে Android 16 প্রি-ইনস্টলড আছে। হ্যান্ডসেটটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার, ফেস আনলক, SAR সেন্সর, ডুয়াল সিম, Wi-Fi 6E, ও ডুয়াল 4G VoLTE।
Motorola Edge 70 এর দাম যুক্তরাজ্যে 700 জিবিপি (প্রায় 80,000 টাকা) রাখা হয়েছে । ফোনটি প্যানটোন লিলি প্যাড, প্যানটোন গ্যাজেট গ্রে, ও প্যানটোন ব্রোঞ্জ গ্রীন কালার অপশনে এসেছে। এটি শীঘ্রই বিশ্বের বিভিন্ন প্রান্তে রিলিজ করার কথা নিশ্চিত করেছে সংস্থা। প্রসঙ্গত, পূবর্সূরী Edge 60 এই বছরের জুন মাসে 25,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। ফলে ভারতে উত্তরসূরী মডেলটির দাম 30,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 15 Series India Launch Date, Price Range Surface Online; Tipster Leaks Global Variant Price, Features
Clair Obscur: Expedition 33's Game of the Year Win at Indie Game Awards Retracted Over Gen AI Use