Motorola Edge 70 ভারতে ডিসেম্বর 15 লঞ্চ হচ্ছে। ফোনটি অনলাইনে সংস্থার ওয়েবসাইট এবং Flipkart থেকে পাওয়া যাবে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 measures just 5.99mm in thickness
Motorola Edge 70 ভারতে ডিসেম্বর 15 লঞ্চ হচ্ছে। সোমবার মোটোরোলা এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সংস্থা জানিয়েছে, ফোনটি অনলাইনে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে। Motorola Edge 70-এর সবথেকে বড় আকর্ষণ অত্যন্ত পাতলা ডিজাইন। ফোনটি 5.99 মিলিমিটার বডির সঙ্গে আসছে। কোম্পানি দাবি করছে, এটি ভারতের একমাত্র আল্ট্রা স্লিম ফোন যা তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সজ্জিত। কোম্পানি নতুন মডেলটির আরও স্পেসিফিকেশন ও ফিচার্স প্রকাশ্যে এসেছে। এই হ্যান্ডসেটে 40 FPS-এ 4K ভিডিও রেকর্ডিং, ওয়্যারলেস চার্জিং, দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, AMOLED ডিসপ্লে, ও ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম-সহ বিভিন্ন বৈশিষ্ট্য থাকবে।
মোটোরোলা এজ 70 নভেম্বর মাসের শুরুতে যুক্তরাজ্য এবং ইউরোপে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টে বেশ কিছু পরিবর্তন থাকছে। ফ্লিপকার্টে ফোনের মাইক্রোসাইট থেকে প্রচুর তথ্য প্রকাশ হয়েছে। যেমন, গ্লোবাল মডেলে 4,800mAh ব্যাটারি থাকলেও ভারতীয় সংস্করণে 5,000mAh সিলিকন কার্বন ব্যাটারি পাওয়া যাবে। এটি 68W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে।
Motorola Edge 70 এর সামনে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে যা 1.5K রেজোলিউশন ও 4,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। দুর্দান্ত সাউন্ডের জন্য Dolby Atmos প্রযুক্তির স্পিকার মিলবে। এতে লেটেস্ট Android 16 OS পাওয়া যাবে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
মোটোরোলার নতুন ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনের পিছনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ম্যাক্রো ভিশন সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল কোয়াড পিক্সেল ক্যামেরা বর্তমান। এই ডিভাইসে IP68 + IP69-স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, Gorilla Glass 7i, এবং স্মার্ট ওয়াটার টাচ ফিচার আছে।
Motorola Edge 70 তিনটি রঙে উপলব্ধ হবে — লিলি প্যাড, গ্যাজেট গ্রে, ও ব্রোঞ্জ গ্রীন। রঙগুলি প্যানটোন কিউরেটেড ও উপরে প্রিমিয়াম ভিগান লেদার ফিনিশিং আছে। ফোনটির ওজন 159 গ্রাম ও এতে এয়ারক্রাফ্ট গ্রেড অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে সংস্থা।
উল্লেখ্য, Motorola Edge 70 এর দাম যুক্তরাজ্যে 700 জিবিপি (প্রায় 80,000 টাকা) রাখা হয়েছে। আর ইউরোপে 799 ইউরো থেকে দাম শুরু যা ভারতীয় মুদ্রায় প্রায় 81,000 টাকা। কিন্তু ফোনটির দাম ভারতে 35,000 টাকার কাছাকাছি থাকবে বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ, এ দেশে অর্ধেকেরও কম দামে লঞ্চ হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Note 60, Note 60 Edge, Note 60 Pro Reportedly Spotted on SDPPI Certification Site; Specifications Revealed on Geekbench
Motorola Edge 70 India Launch Date Announced; Confirmed to Feature Triple 50-Megapixel Camera Setup