ভারতে এল Nokia 110 (2019)। বৃহস্পতিবার নতুন এই ফিচার ফোন লঞ্চ করেছে HMD Global। সম্প্রতি ভারতে এসেছিল Nokia 105। ফিচার ফোন বাজারে জমি শক্ত করতে Nokia 110 (2019) লঞ্চ করল কোম্পানি। নতুন এই ফিচার ফোনে MP3 চালানো যাবে। সাথে থাকছে এফএম রেডিও সাপোর্ট। এছাড়াও এই ফোনের থাকছে কোম্পানির জনপ্রিয় ‘স্নেক' গেম।
মাত্র 101 টাকা দিলেই হাতে আসবে নতুন Vivo স্মার্টফোন, কীভাবে?
Nokia 110 (2019) এর দাম 1,599 টাকা। কালো, নীল আর গোলাপি রঙে এই ফোন পাওয়া যাবে। 18 অক্টোবর থেকে গোটা দেশের সব রিটেল স্টোর থেকে পাওয়া যাবে Nokia 110 (2019)। গত মাসে বার্লিনে এই ফিচার ফোন লঞ্চ করেছিল HMD Global।
শেষ সুযোগ ফস্কে যাওয়ার আগে Flipkart সেলের সেরা অফারগুলি দেখে নিন
Nokia 110 (2019) ফোনে থাকছে 1.77 ইঞ্চি QQVGA ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে SPRD 6531E প্রসেসর, 4MB RAM আর 4MB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে Nokia Series 30+ সফটওয়্যার চলবে। ডুয়াল সিম Nokia 110 (2019) ফোনে দুটি মিনি সিম স্লট থাকছে। এই ফোনে 32GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
Nokia 110 (2019) ফোনে 800 mAh ব্যাটারি থাকছে। কোম্পানির দাবি এই ফোনে 18.5 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে। সাথে থাকছে 14 ঘণ্টা টকটাইম, 27 ঘণ্টা মিউজিক প্লে ব্যাক আর 18 ঘণ্টা এফএম প্লে ব্যাক। ফোনের উপরে থাকছে একটি এলইডি টর্চ লাইট।
চারটি রিয়ার ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 8
Nokia 110 (2019) ফোনে ‘স্নেক' গেম প্রিলোডেড থাকবে। সাথে থাকছে আরও কিছু জনপ্রিয় গেম। নতুন এই ফিচার ফোনের আয়তন 115.15 x 49.85 x 14.3 মিমি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন