লঞ্চের এক সপ্তাহের মধ্যেই নতুন রঙে অবতীর্ণ হল OnePlus 6T। নতুন থান্ডার পার্পেল রঙে পাওয়া যাবে এই ফোন। অক্টোবরে মিডনাইট ব্ল্যাক আর মিরার ব্ল্যাক কালারে লঞ্চ হয়েছিল OnePlus 6T। সোমবার চিনে নতুন থন্ডার পার্পেল রঙে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। শুধুমাত্র 8GB RAM/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন থন্ডার পার্পেল OnePlus 6T। টপ এন্ড 8GB RAM/ 256GB স্টোরেজ OnePlus 6T শুধুমাত্র মিডনাইট ব্ল্যাক কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।
তিনটি আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন OnePlus 6T। 6GB RAM+128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম 37,999 টাকা মিরর ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। 8GB+128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম 41,999 টাকা। মিডনাইট ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ভেরিয়েন্ট। আর সর্বোচ্চ 8GB RAM+256GB স্টোরেজে মিডনাইট ব্ল্যাক OnePlus 6T ফোনের দাম 45,999 টাকা। থান্ডার পার্পেল কালারে OnePlus 6T কবে ভারতে আসবে তা জানায়নি OnePlus।
ডুয়াল সিম OnePlus 6T ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব OxygenOS স্কিন। OnePlus 6T তে রয়েছে একটি 6.41 ইঞ্চি AMOLED ডিসপ্লে। থাকবে sRGB সাপোর্ট।এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য থাকবে Gorilla Glass 6। ফোনের ভিতরে থাকছে Snapgragon 845 চিপসেট, 6GB/8GB LPDDR4X RAM আর 128GB/256GB স্টোরেজ।
OnePlus 6T তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। পএই ক্যামেরাই থাকবে একটি 16MP Sony IMX519 প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি 20MP Sony IMX376K সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য OnePlus 6T তে রয়েছে একটি 16MP Sony IMX371 সেন্সার।
কানেক্টিভিটির জন্য OnePlus 6T তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802ac (ডুয়াল ব্যান্ড, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর একটি USB Type-C (v2.0) পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,700 ব্যাটারি আর ফাস্ট চার্জিং সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন