কবে ভারতে আসছে চারটি রিয়ার ক্যামেরার Samsung Galaxy A9?
ভারতে Samsung Galaxy A9 (2018) ফোনের দাম হবে 35,000 টাকা। যদিও আগে এক রিপোর্টে জানা গিয়েছিল 39,000 টাকায় ভারতে লঞ্চ হবে এই ফোন। এই দামে ভারতে OnePlus 6T ফোনের সাথে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Samsung Galaxy A9 (2018)।