OnePlus Ace 6T ফোনে 165 ফ্রেম পার সেকেন্ড (FPS)-এ 3 ঘন্টা বেশ কিছু মোবাইল গেম খেলা যাবে। ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 30.56 লক্ষ (3.56 মিলিয়ন) স্কোর করেছে। এটি IP68 + IP69 + IP69K স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতার সঙ্গে আসছে। সিকিউরিটির জন্য 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
OnePlus Ace 6T মডেলে 8,000mAh ব্যাটারি থাকার কথা নিশ্চিত করেছে কোম্পানি। এটি OnePlus 15 ও OnePlus Ace 6-এর যথাক্রমে 7,500mAh এবং 7,800mAh ব্যাটারির থেকেও বেশি পাওয়ারফুল। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
OnePlus Ace 6T ক্লাসিক OnePlus 6T-এর আদলে তৈরি হচ্ছে। সাত বছর আগে লঞ্চ হওয়া এই ফোন তার সময়ের অন্যতম জনপ্রিয় হ্যান্ডসেট হিসেবে পরিচিত। Genshin Impact সঙ্গে হাত মিলিয়ে ওয়ানপ্লাস আসন্ন ফোনটির একটি স্পেশাল এডিশন মডেল লঞ্চ করতে পারে।
বাইরে থেকে হুবহু OnePlus 6T ফোনের মতো দেখতে OnePlus 7। তুলনামুলক চওড়া ইয়ারপিস গ্রিল ছাড়া এই দুই ফোন বাইরে থেকে দেখে পার্থক্য করা কঠিন। OnePlus 7 Pro এর থেকে অনেকটা হালকা OnePlus 7। তাই হাতে নিয়ে এই ফোন ব্যবহারের কোন অসুবিধা হয়নি।
OnePlus 7 ফোনে OnePlus 6T ফোনের মতোই ডিজাইন থাকবে। এই ফোনের ডিসপ্লের উপরে একটি ছোট নচ থাকবে। ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। অন্যদিকে OnePlus 7 Pro ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা আর ট্রিপল রিয়ার ক্যামেরা।
টুইটারে OnePlus 6T McLaren Edition এর ছবি ফাঁস হয়েছে। সেখানে কমলা রঙে এই ফোন দেখা গিয়েছে। কেভলার স্টাইলের ব্যাক প্যানেল ব্যানবহার হয়েছে OnePlus 6T McLaren Edition ফোনে। ফোনের পিছনে নীচের দিকে McLaren কোম্পানির লোগো দেখা গিয়েছে।
ভারতে Samsung Galaxy A9 (2018) ফোনের দাম হবে 35,000 টাকা। যদিও আগে এক রিপোর্টে জানা গিয়েছিল 39,000 টাকায় ভারতে লঞ্চ হবে এই ফোন। এই দামে ভারতে OnePlus 6T ফোনের সাথে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Samsung Galaxy A9 (2018)।
শুধুমাত্র 8GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে থান্ডার পার্পেল OnePlus 6T। আগামী 16 নভেম্বর থেকে ভারতে Amazon.in আর Oneplus.in থেকে অনলাইনে আর রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা আর ওয়ানপ্লাস রিটেল আউটলেট থেকে অফলাইনে পাওয়া যাবে এই স্মার্টফোন।