Photo Credit: OnLeaks/ PriceBaba
মে মাসে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে OnePlus। এই দুটি ফোন হল OnePlus 7 আর OnePlus 7 Pro। OnePlus 7 ফোনে থাকবে ডিউড্রপ নচ, অন্যদিকে OnePlus 7 Pro ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। OnePlus 7 দোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকলেও 7 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করবে OnePlus। 14 মে এক ইভেন্টে লঞ্চ হতে পারে এই দুটি স্মার্টফোন।
PriceBaba ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে OnePlus 7 এর থেকে অনেকটাই আলাদা হবে OnePlus 7 Pro। OnePlus 7 ফোন দেখতে অনেকটা OnePlus 6T ফোনের মতো হবে। এই ফোনে ডিসপ্লের উপরে থাকবে ছোট নচ আর থাকবে ডুয়াল ক্যামেরা। 157.7x74.8x8.1 মিলিমিটার আয়তনের OnePlus 7 ফোনটি 9.5 মিলিমিটার চওড়া।
তবে OnePlus 7 Pro ফোনে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইন। এই ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপরে কোন নচ দেখা যাবে না। OnePlus 7 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকলেও OnePlus 7 Pro ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা।
OnePlus 7 ফোনে থাকবে 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ডিউড্রপ নচ। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার।
OnePlus 7 Pro ফোনে থাকবে 6.64 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরাতেও থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। এর সাথে থাকবে একটি ডেপ্ত সেন্সার আর একটি ওরাইড অ্যাঙ্গেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন