OnePlus Ace 6T হবে দুনিয়ার সর্বপ্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসরযুক্ত ফোন, থাকবে 8,000mAh ব্যাটারি

OnePlus Ace 6T দুনিয়ার প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত ফোন হিসেবে বাজারে আসছে।

OnePlus Ace 6T হবে দুনিয়ার সর্বপ্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসরযুক্ত ফোন, থাকবে 8,000mAh ব্যাটারি

Photo Credit: OnePlus

OnePlus Ace 6 Launched in October, 2025

হাইলাইট
  • OnePlus Ace 6T প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত ফোন হতে পারে
  • এই স্মার্টফোনে 8,000mAh ব্যাটারি থাকবে
  • OnePlus Ace 6T এর Genshin Impact এডিশনও আসবে
বিজ্ঞাপন

OnePlus Ace 6T দুনিয়ার প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হিসেবে বাজারে আসছে। এই ফোন প্রথমে OnePlus Turbo নামে আগমনের কথা জানা গিয়েছিল। তারপর ফাঁস হওয়া রিটেল বাক্সের ছবি OnePlus Ace 6 Pro Max-এর দিকে ইঙ্গিত দেয়। কিন্তু এখন ওয়ানপ্লাসের ফ্যান ক্লাব নিশ্চিত করেছে, ফোনটি OnePlus Ace 6T নামে আত্মপ্রকাশ করবে। এটি একটি হাই-পারফরম্যান্স স্মার্টফোন হবে। এতে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি, ও X-অ্যাক্সিস লিনিয়ার মোটর সহ নানা আকর্ষণীয় বৈশিষ্ট্য থাকতে পারে। OnePlus Ace 6T নভেম্বর মাসে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়ে যেতে পারে।

OnePlus Ace 6T আসছে Snapdragon 8 Gen 5 প্রসেসরের সঙ্গে

টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট অনুসারে, OnePlus Ace 6T ক্লাসিক OnePlus 6T-এর আদলে তৈরি হচ্ছে। প্রায় সাত বছর আগে লঞ্চ হওয়া এই ফোন তার সময়ের অন্যতম সেরা হ্যান্ডসেট হিসেবে পরিচিত ছিল। প্রিমিয়াম পারফরম্যান্স, হাই-রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, সুপার-ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট আনলকিং, এবং আকর্ষণীয় ইলেকট্রিক পার্পল কালার গ্রাহকদের মুগ্ধ করেছিল। এমন জনপ্রিয় ফোনেই DNA নিয়ে আসছে ওয়ানপ্লাসের আপকামিং মডেল।

আরও একটি সূত্র থেকে জানা গেছে, Genshin Impact-এর সঙ্গে হাত মিলিয়ে OnePlus Ace 6T এর একটি স্পেশাল এডিশন মডেল লঞ্চ হতে পারে। সূত্রটির দাবি, স্ন্যাপড্রাগন 8 জেন 5 চিপসেট চালিত এই ফোন 12 জিবি/ 16 জিবি LPDDR5x Ultra র‍্যাম ও 256 জিবি/512 জিবি/1 টিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ অপশনে আসতে পারে। ডিভাইসটি ইলেকট্রিক পার্পল, ফ্ল্যাশ ব্যাক, এবং শ্যাডো গ্রীন রঙের বিকল্পে উপলব্ধ হবে।

ওয়ানপ্লাস এস6টি এর সামনে 1.5K রেজোলিউশন ও 165 হার্টজ রিফ্রেশ রেট সহ একটি 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে। রিপোর্ট অনুসারে, ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ মিলবে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। সফটওয়্যারের দিক থেকে Android 16-নির্ভর Color 16 কাস্টম স্কিম থাকবে। এছাড়াও, মেটাল মিড-ফ্রেম, ডুয়াল স্পিকার, NFC, ও আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, OnePlus 15 ভারতে নভেম্বর 13 লঞ্চ হতে চলেছে। এটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেট চালিত ভারতের প্রথম স্মার্টফোন। এতে 7,300mAh ব্যাটারি আছে যা 120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে গ্লেসিয়ার কুলিং সিস্টেম, G2 গেমিং চিপ, IP68 + IP69K-স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, DetailMax ইমেজিং সিস্টেম, এবং ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ড করার সুবিধা আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus Ace 6T হবে দুনিয়ার সর্বপ্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসরযুক্ত ফোন, থাকবে 8,000mAh ব্যাটারি
  2. Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে আসছে
  3. iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  4. ভারতে লঞ্চের আগেই Oppo এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ফাঁস হল
  5. iPhone 18 Pro: Apple এর বিরাট চমক, আইফোনে আসছে ট্রান্সপারেন্ট ডিজাইন!
  6. Oppo Find X9 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, উত্তেজনায় ফুটছে ক্রেতারা
  7. ফুল চার্জ মাত্র 30 মিনিটে! ট্রিপল ক্যামেরার Realme ফোনের দাম 15,500 টাকা কমল
  8. Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বর 18 লঞ্চ হচ্ছে, থাকবে 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারি
  9. B by Lenskart: লেন্সকার্ট AI চশমা লঞ্চের ঘোষণা করল, চোখের ইশারায় হবে UPI পেমেন্ট
  10. Realme C85 5G নভেম্বরে ভারতে আসছে, সস্তায় 7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা পাবেন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »