OnePlus Ace 6T দুনিয়ার প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত ফোন হিসেবে বাজারে আসছে।
Photo Credit: OnePlus
OnePlus Ace 6 Launched in October, 2025
OnePlus Ace 6T দুনিয়ার প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হিসেবে বাজারে আসছে। এই ফোন প্রথমে OnePlus Turbo নামে আগমনের কথা জানা গিয়েছিল। তারপর ফাঁস হওয়া রিটেল বাক্সের ছবি OnePlus Ace 6 Pro Max-এর দিকে ইঙ্গিত দেয়। কিন্তু এখন ওয়ানপ্লাসের ফ্যান ক্লাব নিশ্চিত করেছে, ফোনটি OnePlus Ace 6T নামে আত্মপ্রকাশ করবে। এটি একটি হাই-পারফরম্যান্স স্মার্টফোন হবে। এতে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি, ও X-অ্যাক্সিস লিনিয়ার মোটর সহ নানা আকর্ষণীয় বৈশিষ্ট্য থাকতে পারে। OnePlus Ace 6T নভেম্বর মাসে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়ে যেতে পারে।
টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট অনুসারে, OnePlus Ace 6T ক্লাসিক OnePlus 6T-এর আদলে তৈরি হচ্ছে। প্রায় সাত বছর আগে লঞ্চ হওয়া এই ফোন তার সময়ের অন্যতম সেরা হ্যান্ডসেট হিসেবে পরিচিত ছিল। প্রিমিয়াম পারফরম্যান্স, হাই-রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, সুপার-ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট আনলকিং, এবং আকর্ষণীয় ইলেকট্রিক পার্পল কালার গ্রাহকদের মুগ্ধ করেছিল। এমন জনপ্রিয় ফোনেই DNA নিয়ে আসছে ওয়ানপ্লাসের আপকামিং মডেল।
আরও একটি সূত্র থেকে জানা গেছে, Genshin Impact-এর সঙ্গে হাত মিলিয়ে OnePlus Ace 6T এর একটি স্পেশাল এডিশন মডেল লঞ্চ হতে পারে। সূত্রটির দাবি, স্ন্যাপড্রাগন 8 জেন 5 চিপসেট চালিত এই ফোন 12 জিবি/ 16 জিবি LPDDR5x Ultra র্যাম ও 256 জিবি/512 জিবি/1 টিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ অপশনে আসতে পারে। ডিভাইসটি ইলেকট্রিক পার্পল, ফ্ল্যাশ ব্যাক, এবং শ্যাডো গ্রীন রঙের বিকল্পে উপলব্ধ হবে।
ওয়ানপ্লাস এস6টি এর সামনে 1.5K রেজোলিউশন ও 165 হার্টজ রিফ্রেশ রেট সহ একটি 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে। রিপোর্ট অনুসারে, ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ মিলবে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। সফটওয়্যারের দিক থেকে Android 16-নির্ভর Color 16 কাস্টম স্কিম থাকবে। এছাড়াও, মেটাল মিড-ফ্রেম, ডুয়াল স্পিকার, NFC, ও আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, OnePlus 15 ভারতে নভেম্বর 13 লঞ্চ হতে চলেছে। এটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেট চালিত ভারতের প্রথম স্মার্টফোন। এতে 7,300mAh ব্যাটারি আছে যা 120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে গ্লেসিয়ার কুলিং সিস্টেম, G2 গেমিং চিপ, IP68 + IP69K-স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, DetailMax ইমেজিং সিস্টেম, এবং ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ড করার সুবিধা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Reportedly Developing Satellite-Powered Maps, Photo Sharing via Satellite on iPhone
UIDAI Launches New Aadhaar App for Android and iOS Users, Makes It Easier to Store and Share ID
Motorola Edge 70 Ultra Key Specifications Leaked Online: Snapdragon 8 Gen 5 SoC, OLED Display, and More
Apple Will Reportedly Pay Google $1 Billion Per Year to Use Gemini Model for Siri