OnePlus Turbo মডেলটির টেস্টিং ভারতের মাটিতে চলছে। ফোনটি এই দেশে আগামী দুই মাসের মধ্যে লঞ্চ হতে পারে।
Photo Credit: OnePlus
OnePlus Turbo may feature a bigger battery than Ace 6 (pictured)
OnePlus 15 ও OnePlus Ace 6 গতকাল চীনে লঞ্চ হয়েছে। এই দুই স্মার্টফোনে যথাক্রমে 7,300mAh এবং 7,800mAh ব্যাটারি রয়েছে। ফোনগুলি গেম খেলার জন্য উপযুক্ত হলেও, এবার গেমিং ক্যাটাগরির উপর ফোকাস রেখে সম্পূর্ণ নতুন সিরিজের ফোন আনছে ওয়ানপ্লাস। নতুন মডেলটির কোডনাম '"Macan" ও মার্কেটিং নাম "OnePlus Turbo"। একটি রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। এতে যেমন হাই-রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর থাকবে, তেমনই সংস্থার ইতিহাসে বৃহত্তম ব্যাটারি ও সুপারফাস্ট চার্জিং অফার করবে। সবথেকে বড় কথা হল, OnePlus Turbo মডেলটির টেস্টিং ভারতের মাটিতে চলছে। ফোনটি এই দেশে আগামী দুই মাসের মধ্যে লঞ্চ হতে পারে।
স্মার্টপিক্সের রিপোর্টে দাবি করা হয়েছে যে, ওয়ানপ্লাস টার্বো বিশাল 8,000mAh ব্যাটারির সঙ্গে আসবে। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ আধুনিক ফ্ল্যাগশিপ ফোনগুলোর থেকে 1,000 থেকে 2,000mAh বেশি ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। ফলে এটি দুর্দান্ত গেমিং স্মার্টফোন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
ওয়ানপ্লাসের আসন্ন হ্যান্ডসেটে 6.7 ইঞ্চি ওলেড ডিসপ্লে ব্যবহার হতে পারে। প্যানেলটি 1.5K রেজোলিউশন এবং 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই হাই-এন্ড ফোন Qualcomm-এর আসন্ন Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত হওয়ার সম্ভাবনা। আশা করা হচ্ছে যে, এটি Snapdragon 8 Elite চিপসেটের চেয়ে উন্নত পারফরম্যান্স প্রদান করবে। হ্যান্ডসেটটির সামনে সেলফি ও ভিডিও কলের জন্য একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
ফটোগ্রাফি ক্ষমতার নিরিখে OnePlus Turbo থেকে হয়তো খুব বেশি প্রত্যাশা করা যাবে না। কারণ এটি একজোড়া রিয়ার ক্যামেরা সেন্সরের সঙ্গে আসবে বলে জানা গেছে — 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। এছাড়াও, ডিভাইসটির অন্যান্য ফিচার্সের মধ্যে থাকবে গ্লেসিয়ার কুলিং সিস্টেম, স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, NFC, ইত্যাদি।
প্রসঙ্গত, OnePlus 15 গতকাল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও কোম্পানির নিজস্ব DetailMax ইমেজ ইঞ্জিনের সঙ্গে লঞ্চ হয়েছে। এতে G2 গেমিং চিপ, ডুয়াল স্পিকার, IP66, IP69, ও IP69K রেটিং যুক্ত জল এবং ধুলো প্রতিরোধী চ্যাসিস, Dolby Vision ফরম্যাটে 8K ভিডিও রেকর্ড করার সুবিধা পাওয়া যায়। অন্য দিকে, Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা চালিত OnePlus Ace 6 একটি হাই-পারফরম্যান্স ফোন। এর ডিসপ্লের রিফ্রেশ রেট 165 হার্টজ থেকে 144 হার্টজ, 120 হার্টজ, 90 হার্টজ, ও 60 হার্টজে স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Cat Adventure Game Stray is Reportedly Coming to PS Plus Essential in November