OnePlus 15 ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হতে চলেছে।
Photo Credit: OnePlus
OnePlus 15 Launching in India with Triple Camera System
OnePlus 15 ভারতে নভেম্বর 13 লঞ্চ হচ্ছে। গতকাল অপেক্ষার অবসান ঘটিয়ে এ দেশে তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে চীনা সংস্থাটি। এটি চলতি সপ্তাহে চাইনিজ মার্কেটে রিলিজ হয়েছে। হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেট চালিত ভারতের প্রথম স্মার্টফোন হতে চলেছে। Amazon ইতিমধ্যেই একটি মাইক্রোসাইট চালু করেছে। অর্থাৎ ওই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ফোনটি বিক্রি হবে। OnePlus 15-এর অন্যতম পরিবর্তন হল DetailMax ইমেজিং সিস্টেম, যা Hasselblad-এর জায়গা নিয়েছে। নমুনা ছবিগুলো নতুন ক্যামেরার দক্ষতার পরিচয় দিচ্ছে। আপনি ব্যাক ক্যামেরায় ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং করত পারবেন।
ওয়ানপ্লাস 15 নভেম্বর 13 তারিখে সন্ধ্যা সাতটায় আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চ হবে। সে দিনই রাত আটটা থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যামাজনের মাধ্যমে সেল শুরু হবে। ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্ট Android 16-নির্ভর OxygenOS 16 সফটওয়্যারে রান করবে, যেখানে চীনে ColorOS 16 দ্বারা পরিচালিত। এছাড়া, আর কোনও পার্থক্য থাকবে না বলেই অনুমান করা হচ্ছে।
ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ ফোনের পিছনে তিনটি ক্যামেরা আছে — f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। হ্যান্ডসেটটি সামনের দিকে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
OnePlus 15 একটি 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত, যা 165 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2772x1272 পিক্সেল), 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি 4.1 অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ। ভারতে কেমন মেমোরি কনফিগারেশন থাকবে, তা এখনও জানা যায়নি।
OnePlus 15-এর আরও একটি চমক হল 7,300mAh ব্যাটারি, যা 120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে নতুন গ্লেসিয়ার কুলিং সিস্টেম, G2 গেমিং চিপ, IP66, IP69, ও IP69K ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, হাই-পারফরম্যান্স X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ইত্যাদি। চীনে OnePlus 15 মডেলটির দাম 3,999 ইউয়ান (প্রায় 50,000 টাকা) থেকে শুরু হচ্ছে। জানিয়ে রাখি, পূর্বসূরি OnePlus 13 ভারতে 2025 সালের জানুয়ারি মাসে 69,999 টাকা দামে লঞ্চ হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন