Photo Credit: OnLeaks/ PriceBaba
মঙ্গলবার এক ইভেন্টে বিশ্বব্যাপী লঞ্চ হবে OnePlus 7 আর OnePlus 7 Pro। বেঙ্গালুরু, লন্ডন ও নিউ ইয়র্কে একসাথে এক ইভেন্টে লঞ্চ হবে নতুন দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। গত মাসে এই লঞ্চ ইভেন্টের টিকিট বিক্রি করেছিল OnePlus। ইতিমধ্যেই ভারতে OnePlus 7 Pro ফোনের বুকিং শুরু হয়েছে। কোম্পানির অন্যান্য প্রোডাক্টের মতোই শুধুমাত্র Amazon থেকে কেনা যাবে OnePlus 7 আর OnePlus 7 Pro।
OnePlus 7 ফোনে OnePlus 6T ফোনের মতোই ডিজাইন থাকবে। এই ফোনের ডিসপ্লের উপরে একটি ছোট নচ থাকবে। ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। অন্যদিকে OnePlus 7 Pro ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা আর ট্রিপল রিয়ার ক্যামেরা। দুটি ফোনেই থাকবে Snapdragon 855 চিপসেট আর UFS 3.0 স্টোরেজ।
আরও পড়ুন: OnePlus 7 Pro আর OnePlus 7 লঞ্চ ইভেন্ট লাইভ দেখুন এখানে
14 মে মঙ্গলবার বেঙ্গালুরু, লন্ডন ও নিউ ইয়র্ক শহরে একই সাথে OnePlus 7 আর OnePlus 7 Pro লঞ্চ ইভেন্ট শুরু হবে। মঙ্গলবাত্র ভারতীয় সময় সন্ধ্যা 8 টাক 30 মিনিটে এই লঞ্চ শুরু হবে। বেঙ্গালুরু ইন্টারন্যাশানাল এক্সহিবিশান সেন্টার, লন্ডনে পেইন্টোয়ার্ক্স আর নিউ ইয়র্কে পিয়ার 94 এ এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।
OnePlus অফিশিয়াল YouTube চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই ইভেন্ট। এই ইভেন্টে OnePlus 7 আর OnePlus 7 Pro এর সাথেই Bullets Wireless 2 headphones আর Warp Charge 30 কার চার্জার লঞ্চ করবে OnePlus।
আরও পড়ুন: OnePlus 7 Pro আর OnePlus 7 গ্রাহকদের জন্য অবিশ্বাস্য অফার নিয়ে এল Jio
6GB RAM+128GB স্টোরেজে OnePlus 7 Pro কিনতে 49,999 টাকা খরচ হবে। 8GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 Pro কিনতে 52,999 টাকা খরচ হবে। টপ ভেরিয়েন্টে 12GB RAM আর 256GB স্টোরেজে OnePlus 7 Pro এর সম্ভাব্য দাম 57,999 টাকা।
OnePlus 7 Pro ফোনে থাকবে 5G সাপোর্ট। এই ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। নীল, ধুসর ও বাদামী রঙে পাওয়া যাবে OnePlus 7 Pro।
OnePlus 7 ফোন থেকে 90Hz রিফ্রেশ রেট, 30W ফাস্ট চার্জ আর 5G সাপোর্ট বাদ যাচ্ছে। OnePlus 7 ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য OnePlus 7 এ থাকছে 48 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 20W ফাস্ট চার্জ সাপোর্ট।
OnePlus 7 ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ এর মধ্যে থাকবে এই ফোনের সেলফি ক্যামেরা। অন্যদিকে OnePlus 7 Pro ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন