OnePlus 7 Pro আর OnePlus 7 গ্রাহকরা প্রথমেই 299 টাকা Jio প্রিপেড রিচার্জ করলে 5,400 টাকা ক্যাশব্যাক ভাউচার পাবেন। সাথে বিভিন্ন সহযোগীদের সাথে হাত মিলিয়ে 3,900 টাকার সুবিধা দেবে মুকেশ আম্বানির কোম্পানি। পুরনো ও নতুন Jio গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন।
মঙ্গলবার লঞ্চ হবে OnePlus 7 Pro আর OnePlus 7
মঙ্গলবার লঞ্চ হবে OnePlus এর লেটেস্ট দুটি ফ্ল্যাগশিপ OnePlus 7 Pro আর OnePlus 7। ইতিমধ্যেই এই ফোনের গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার ঘোষিওনা করেছে Jio। Jio Beyond Speed Offer এ নতুন OnePlus গ্রাহকদের 9,300 টাকার সুবিধা দেবে Jio। OnePlus 7 Pro আর OnePlus 7 গ্রাহকরা প্রথমেই 299 টাকা Jio প্রিপেড রিচার্জ করলে 5,400 টাকা ক্যাশব্যাক ভাউচার পাবেন। সাথে বিভিন্ন সহযোগীদের সাথে হাত মিলিয়ে 3,900 টাকার সুবিধা দেবে মুকেশ আম্বানির কোম্পানি। পুরনো ও নতুন Jio গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। মঙ্গলবার বেঙ্গালুরু, লন্ডন ও নিউ ইয়র্কে একসাথে লঞ্চ হবে OnePlus 7 Pro আর OnePlus 7।
শুরুতে 299 টাকা রিচার্জে Jio গ্রাহক 5,400 টাকা ক্যাশব্যাক ভাউচার পাবেন। MyJio অ্যাপ থ্যেকে রিচার্জে 36 টি 150 টাকা ক্যাশব্যাক ভাউচার দেবে Jio।
আরও পড়ুন: OnePlus 7 Pro আর OnePlus 7 লঞ্চ ইভেন্ট লাইভ দেখুন এখানে
এর ফলে মাত্র 149 টাকায় 299 টাকা রিচার্জ করতে পারবেন Jio গ্রাহকরা। এই প্ল্যানে 28 দিন দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। অন্যান্য প্ল্যানের মতোই 299 টাকা প্ল্যানেওর সাথেও বিনামূল্যে সব Jio অ্যাপ ব্যবহার করা যাবে।
5,400 টাকা ক্যাশব্যাক ভাউচার ছাড়াও 3,900 টাকার অতিরিক্ত সুবিধা পাবেন OnePlus 7 Pro আর OnePlus 7 গ্রাহকরা। Zoomcar বুক করলে 20 শতাংশ অথবা 2000 টাকা ছাড় পাওয়া যাবে। এর সাথে ফ্লাইট বুকিং এ 1,550 টাকা ছাড় পাওয়া যাবে। হোটেল বুকিং এ থাকছে 15 শতাংশ ডিসকাউন্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
PS Plus Monthly Games for January Include NFS Unbound, Epic Mickey: Rebrushed and Core Keeper
Microsoft CEO Satya Nadella Says AI Must Evolve From Models to Systems for Real-World Impact