নভেম্বরে ভারতে 4GB RAM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল Oppo A7। জানুয়ারি মাসে 3GB RAM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল এই ফোন। লঞ্চের সময় Oppo A7 3GB RAM ভেরিয়েন্ট এর দাম ছিল 14,990 টাকা। 1000 টাকা সস্তা হয়ে এবার 13,990 টাকায় Oppo A7 স্মার্টফোনের 3GB RAM ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। Oppo A7 এ রয়েছে 4,230 mAh ব্যাটারি আর ডুয়াল রিয়ার ক্যামেরা। দুটি ভেরিয়েন্টেই থাকছে 64GB স্টোরেজ।
আরও পড়ুন: 2,000 টাকা পর্যন্ত সস্তা হল এই দুটি Vivo স্মার্টফোন
3GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টে Oppo A7 কিনতে 13,990 টাকা খরচ হবে। ইতিমধ্যেই নতুন দামে অনলাইন ও অফলাইনে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন।
আরও পড়ুন: এখনই Jio GigaFiber কানেকশান পাবেন কীভাবে?
Oppo A7 ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo A7 এ রয়েছে 6.2 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট, 3GB / 4GB RAM আর 64GB স্টোরেজ।
আরও পড়ুন: Vodafone -এ এখনই 4GB অতিরিক্ত ডাটা পাবেন কীভাবে?
ছবি তোলার জন্য Oppo A7 এ থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 16MP ক্যামেরা।
Oppo A7 ফোনের ভিতরে একটি 4,230 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Oppo A7 এ থাকবে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS আর GLONASS।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন