জানুয়ারি মাসে Vivo Nex স্মার্টফোনের দাম কমেছিল। এবার সস্তা হল Vivo V11 Pro আর V11। ভারতে দুই হাজার টাকা পর্যন্ত দাম কমেছে এই দুটি স্মার্টফোনের। লঞ্চের পর এই প্রথম Vivo V11 Pro ফোনের দাম কমলো। এই নিয়ে দ্বিতীয়বার সস্তা হল Vivo V11। V11 আর V11 Pro ফোন দুটিতে রয়েছে ওয়াটার ড্রপ নচ আর ডুয়াল ক্যামেরা সেট আপ।
আরও পড়ুন: এখনই Jio GigaFiber কানেকশান পাবেন কীভাবে?
2,000 টাকা সস্তা হয়েছে Vivo V11 Pro। 25,990 টাকার পরিবর্তে V11 Pro কিনতে 23,990 টাকা খরচ হবে। অন্যদিকে 1000 টাকা সস্তা হয়েছে Vivo V11। 20,990 টাকার পরিবর্তে 19,990 টাকায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন।
আরও পড়ুন: MyJio অ্যাপে ধামাকা অফার! দেখে নিন নতুন কী সুবিধা দিচ্ছে Jio?
ডুয়াল সিম Vivo V11 এ চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। V11 এ থাকবে একটি 6.3 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। 19:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লের ফলেই ফোনের স্ক্রিন টু বডি রেশিও বেড়ে হয়েছে 91 শতাংশ। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P60 চিপসেট, 6GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo V11 এ থাকবে একটি 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 25MP ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। সামনের ক্যামেরা দিয়ে ফোনের ফেস আনলক কাজ করবে।
Vivo V11 এর ভিতরে থাকবে একটি 3,315 mAh ব্যাটারি। তবে এই ফোনে USB Type C এর পরিবর্তে microUSB পোর্ট ব্যবহার করেছে Vivo। কানেক্টিভিটির জন্য V11 এ থাকবে Wi-Fi 802.11 আর Bluetooth 5.0।
আরও পড়ুন: দিনে 2.2GB অতিরিক্ত ডেটা, ‘বাম্পার অফার' এর বৈধতা বাড়ালো BSNL
ডুয়াল সিম Vivo V11 Pro তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। V11 Pro তে থাকবে একটি 6.41 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লের ফলেই ফোনের স্ক্রিন টু বডি রেশিও বেড়ে হয়েছে 91.27 শতাংশ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট, Adreno 512 GPU, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo V11 Pro তে থাকবে একটি 12MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা Vivo X21 আর Vivo NEX ফোনে একই ক্যামেরা ব্যবহার হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 25MP ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। সামনের ক্যামেরা দিয়ে ফোনের ফেস আনলক কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Vivo V11 Pro তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড (2.4GHz and 5GHz) Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB সাথে OTG আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Vivo V11 Pro এর ভিতরে থাকবে একটি 3,400 mAh ব্যাটারি। তবে এই ফোনে USB Type C এর
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন