ই অফারের সব BSNL প্রিপেড গ্রাহক দিনে অতিরিক্ত 2.2GB ডেটা ব্যবহার করতে পারবেন। 186 টাকা থেকে 2099 টাকা পর্যন্ত একাধিক প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে।
2,099 টাকায় থাকছে দিনে 6.2GB ডেটা
‘বাম্পার অফার' এর বৈধতা বাড়ালো ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। গত বছর সেপ্টেম্বরে এই অফার নিয়ে এসেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এই অফারের সব BSNL প্রিপেড গ্রাহক দিনে অতিরিক্ত 2.2GB ডেটা ব্যবহার করতে পারবেন। 186 টাকা থেকে 2099 টাকা পর্যন্ত একাধিক প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL
শুরুতে কোম্পানি জানিয়েছিল 31 জানুয়ারির আগে রিচার্জ করলে ‘বাম্পার অফার' এর সুবিধা পাওয়া যাবে। পরে এই অফারের বৈধতা 30 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে BSNL।
আরও পড়ুন: দিনে 3GB -র বেশি ডেটা দিচ্ছে BSNL
এই অফারে 186 টাকা, 429 টাকা, 485 টাকা, 666 টাকা, 999 টাকা, 1699 টাকা আর 2099 টাকা প্লেনের সাথে প্রতিদিন অতিরিক্ত 2.2GB ডেটা পাওয়া যাবে। 1 ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিলের মধ্যে রিচার্জ করলে গ্রাহক এই সুবিধা পাবেন।
আরও পড়ুন: জলের দরে ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির BSNL
এই অফারের 186 টাকা, 429 টাকা আর 999 টাকা প্ল্যানে দিনে 3.2GB ডেটা ব্যবহার করা যাবে। এই তিনটি প্ল্যানে অফার ছাড়া দিনে 1GB ডেটা ব্যবহার করা যায়। । 485 টাকা আর 666 টাকা প্ল্যানে থাকছে দিনে 3.7GB ডাটা। 1,699 টাকা প্ল্যানে দিনে 4.2GB ডেটা ব্যবহার করা যাবে। 2,099 টাকায় থাকছে দিনে 6.2GB ডেটা।
আরও পড়ুন:মাত্র 99 টাকায় আনলিমিটেড প্ল্যান নিয়ে এল BSNL
186 টাকা প্ল্যানে থাকছে 28 দিন ভ্যালিডিটি। এছাড়াও 429 টাকায় 81 দিন, 485 টাকায় 90 দিন, 999 টাকায় 180 দিন আর 1699 টাকা আর 2099 টাকাত 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 15 Series 5G, Oppo Pad 5, and Oppo Enco Buds 3 Pro+ Sale in India Begins Today: Price, Offers