5 মার্চ ভারতে লঞ্চ হবে Oppo F11 Pro। লঞ্চের আগেই ইন্টারনেটে এই ফোনের ভিডিও ফাঁস হয়ে গেল। ছোট্ট একটি ভিডিওতে এক ব্যাক্তির হাতে Oppo F11 Pro ফোনটি সামনে ও পিছন থেকে দেখা গিয়েছে। ভিডিওটি রেকর্ড করার সময় ফোনে ক্যামেরা অ্যাপ ওপেন করা ছিল। ফোনের পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ, ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছে। Boby Do নামে এক টুইটার গ্রাহক এই ভিডিও প্রকাশ করেছেন।
Oppo F11 Pro ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। তবে ঠিক কোন সেন্সার ব্যবহার হবে তা জানানো হয়নি। ফোনের পিছনে উপর নিচে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে।
কম আলোতে আরও ভাল ছবি তোলার জন্য Oppo F11 Pro ফোনে বিশেষ নাইট মোড থাকছে। এছাড়াও ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ছবির মান উন্নত করা হবে। কম আলোতে স্ট্যাবিলাইজেশনে কাজে লাগবে এই ফিচার।
oppo F11 Pro pic.twitter.com/W6k1Er9uDF
— Boby Đỗ (杜成忠) (@Boby25846908) February 20, 2019
সম্প্রতি YouTube এ Oppo F11 Pro ফোনের একটি টিজার ফাস হয়েছিল। 30 সেকেন্ডের এই ভিডিওতে ফোনের উপরে একটি পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছিল। গত বছর লঞ্চ হওয়া Vivo Nex ফোনে একই ডিজাইন দেখা গিয়েছিল। এই ফোনের ডুয়াল ক্যামেরার নীচে থাকছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন