Oppo F11 Pro ফোনের প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে ফুল স্ক্রিন ডিসপ্লে আর পপ-আপ সেলফি ক্যামেরা। কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড। পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার করার জন্য এই ফোনে কোনও ডিসপ্লে নচ থাকছে না।
শুক্রবার মুক্তি পেয়েছে Avengers: Endgame। একই দিনে এই ভারতে লঞ্চ হল Oppo F11 Pro মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশান। এই ফোনের পিছনে থাকছে বিশেষ লোগো। Oppo F11 Pro ফোনের প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
Oppo F11 Pro এর দাম 24,990 টাকা। 6GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। একাধিক গ্রেডিয়েন্ট ফিনিশে ভারতে Oppo F11 Pro পাওয়া যাবে। 15 মার্চ শুরু হবে বিক্রি।
Oppo F11 Pro ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। তবে ঠিক কোন সেন্সার ব্যবহার হবে তা জানানো হয়নি। ফোনের পিছনে উপর নিচে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে।
কম আলোতে আরও ভাল ছবি তোলার জন্য Oppo F11 Pro ফোনে বিশেষ নাইট মোড থাকছে। এছাড়াও ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ছবির মান উন্নত করা হবে।