ভারতে নতুন স্টোরেজ ভেরিয়েন্টে বিক্রি শুরু হল Oppo F11 Pro। এবার থেকে 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। নতুন ভেরিয়েন্টে Oppo F11 Pro এর দাম 25,990 টাকা। শুধুমাত্র Amazon থেকে বিক্রি শুরু হয়েছে। লঞ্চের সময় 64GB স্টোরেজে Oppo F11 Pro এর দাম ছিল 24,990 টাকা। 128GB স্টোরেজে Oppo F11 Pro কিনতে 25,990 টাকা খরচ হবে।
Oppo F11 Pro ফোনের প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে ফুল স্ক্রিন ডিসপ্লে আর পপ-আপ সেলফি ক্যামেরা। কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড। পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার করার জন্য এই ফোনে কোনও ডিসপ্লে নচ থাকছে না।
Oppo F11 Pro তে থাকছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। Oppo F11 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Color OS 6 স্কিন।
Oppo F11 Pro ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। । সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য পপ-আপ ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল সেন্সার। থাকছে একাধিক শুটিং মোড।
কানেক্টিভিটির জন্য Oppo F11 Pro তে থাকছে 4G LTE, Wi-Fi 5, Bluetooth 4.2, GPS/ A-GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক। থাকছে 4,000 mAh ব্যাটারি। VOOC Flash Charge 3.0 এর মাধ্যমে জলদি চার্জ হবে এই ফোনের ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন