কম আলোতে আরও ভাল ছবি তোলার জন্য Oppo F11 Pro ফোনে বিশেষ নাইট মোড থাকছে। এছাড়াও ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ছবির মান উন্নত করা হবে।
Photo Credit: Twitter/ Oppo Mobile India
Oppo F11 Pro ফোনের টিজার প্রকাশিত হয়েছে
আবার ভারতে নতুন স্মার্টফোন নিয়ে Oppo। বুধবার Oppo F11 Pro এর প্রথম ঝলক প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। গত বছর অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Oppo F9 Pro। সেই ফোনের উত্তরসূরী Oppo F11 Pro।
বুধবার টুইটারে কোম্পানির অফিসিয়াল হ্যান্ডেল থেকে Oppo F11 Pro ঝলক প্রকাশিত হয়েছে। টিজারে জানানো হয়েছে Oppo F11 Pro ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। তবে ঠিক কোন সেন্সার ব্যবহার হবে তা জানানো হয়নি। ফোনের পিছনে উপর নিচে দুয়াল ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে।
আরও পড়ুন: মুড়ুমুড়িকির মতো বিকোচ্ছে Redmi Note 7, মাস পুরানোর আগেই 10 লাখ পার
টিজারে আরও জানানো হয়েছে কম আলোতে আরও ভাল ছবি তোলার জন্য Oppo F11 Pro ফোনে বিশেষ নাইট মোড থাকছে। এছাড়াও ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ছবির মান উন্নত করা হবে। কম আলোতে স্ট্যাবিলাইজেশনে কাজে লাগবে এই ফিচার।
তবে ঠিক কবে এই ফোন ভারতে আসছে তা জানায়নিOppo। সম্প্রতি ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AMOLED ডিসপ্লে, 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হয়েছে Oppo K1। এই ফোনের দাম 16,990 টাকা। 4GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে Oppo K1।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Motorola Edge 70 India Launch Date Leaked; Indian Variant Said to Feature Bigger Battery, Slim Design
Dyson HushJet Purifier Compact Launched in India With Electrostatic Filter, AQI Indicator, New HushJet Nozzle Design