শুক্রবার মুক্তি পেয়েছে Avengers: Endgame। একই দিনে এই ভারতে লঞ্চ হল Oppo F11 Pro মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশান। এই ফোনের পিছনে থাকছে বিশেষ লোগো। Oppo F11 Pro ফোনের প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
Oppo F11 Pro মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশানের দাম 27,990
শুক্রবার মুক্তি পেয়েছে Avengers: Endgame। একই দিনে এই ভারতে লঞ্চ হল Oppo F11 Pro মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশান। এই ফোনের পিছনে থাকছে বিশেষ লোগো। Oppo F11 Pro ফোনের প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে ফুল স্ক্রিন ডিসপ্লে আর পপ-আপ সেলফি ক্যামেরা। কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড। পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার করার জন্য এই ফোনে কোনও ডিসপ্লে নচ থাকছে না। মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo F11 Pro।
27,990 টাকা। 6GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Amazon.in থেকে এই ফোন প্রি-অর্ডার শুরু হয়েছে। 1 মে শুরু হবে বিক্রি। এই ফোনের সাথে বিশেষ ক্যাপ্টেন আমেরিকা ডিজাইনের কেস বিনামূল্যে দেবে Oppo। এছাড়াও Oppo F11 Pro মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশানে থাকবে একাধিক অ্যাভেঞ্জার্স ওয়ালপেপার।
![]()
Oppo F11 Pro মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশান বাক্সে থাকছে এই জিনিসগুলি
Oppo F11 Pro তে থাকছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 64GB স্টোরেজ। Oppo F11 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Color OS 6 স্কিন।
Oppo F11 Pro ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। । সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য পপ-আপ ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল সেন্সার। থাকছে একাধিক শুটিং মোড।
কানেক্টিভিটির জন্য Oppo F11 Pro তে থাকছে 4G LTE, Wi-Fi 5, Bluetooth 4.2, GPS/ A-GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক। থাকছে 4,000 mAh ব্যাটারি। VOOC Flash Charge 3.0 এর মাধ্যমে জলদি চার্জ হবে এই ফোনের ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dining With The Kapoors OTT Release Date Revealed: Know When and Where to Watch it Online
Stranger Things Season 5 OTT Release Date: Know When and Where to Watch it Online
Nishaanchi (2025) Now Available for Rent on Amazon Prime Video: What You Need to Know