Oppo জানিয়েছে F11 Pro ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। Oppo F11 Pro ফোনের অন্যতম প্রধান আকর্ষণ পপ-আপ সেলফি ক্যামেরা।
Oppo F11 Pro ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
ভারতে আসছে Oppo F11 Pro। মঙ্গলবার সন্ধ্যা 6 টা 30 মিনিটে মুম্বাইতে এক ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন। ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে Oppo F11 Pro তে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে সুপার নাইট মোড, সাথে থাকছে সুপার ফাস্ট VOOC 3.0 ফাস্ট চার্জিং।
ইতিমধ্যেই এই ফোনের স্পেসিফিকেশান নিয়ে একাধিক রিপোর্ট সামনে এলেও এখনও Oppo F11 Pro ফোনের দাম সম্পর্কে কোনও খবর সামনে আসেনি। তবে স্পেসিফিকেশান দেখে মনে হচ্ছে ভারতে মিডরেঞ্জ সেগমেন্টে এই ফোন লঞ্চ হতে পারে। 15,000 টাকা থেকে 30,000 টাকা দামে ভারতে লঞ্চ হতে পারে Oppo F11 Pro।
সন্ধ্যা 7 টায় নীচের প্লে বাটনে ক্লিক করে ভারতে Oppo F11 Pro লঞ্চ সরাসরি দেখতে পাবেন।
Oppo জানিয়েছে F11 Pro ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। Oppo F11 Pro ফোনের অন্যতম প্রধান আকর্ষণ পপ-আপ সেলফি ক্যামেরা। কোম্পানি জানিয়েছে সব কটি ফোনেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
![]()
Oppo F11 Pro
Oppo F11 Pro ফোনে থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনে থাকবে 6GB RAM, 64GB স্টোরেজ আর 4,000 mAh ব্যাটারি। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70। F11 Pro তে থাকছে একটি 6.5 ইঞ্চি নচ বিহীন ডিসপ্লে। পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA’s Europa Clipper May Cross a Comet’s Tail, Offering Rare Glimpse of Interstellar Material
Newly Found ‘Super-Earth’ GJ 251 c Could Be One of the Most Promising Worlds for Alien Life
New Fossil Evidence Shows Dinosaurs Flourished Until Their Final Days
Flattened Dark Matter May Explain Mysterious Gamma-Ray Glow at Milky Way’s Core, Study Finds