PUBG Mobile খেলার জন্য নতুন মোবাইল ফোনের আবদার করেছিল এক কিশোর। মা বাবা পছন্দের মোবাইল কিনে দিতে অস্বীকার করায় নিজের প্রাণ কেড়ে নিল মুম্বাই এর 18 বছরের ঐ তরুন।
আরও পড়ুন: 2018 সালে PUBG Mobile এর থেকেও বেশি রোজগার করেছে এই গেম
PUBG খেলার জন্য মা-বাবার কাছে 37,000 টাকা দামের মোবাইল কিনে দেওয়ার আবদার করেছিল সে। কিন্তু মা বাবা 20,000 টাকার বেশি দামের মোবাইল কিনে দিতে রাজি ছিলেন না। পুলিশ জানিয়েছে পছন্দের মোবাইল না পেয়ে দড়ির সাহায্যে নিজের বাড়িতে রান্না ঘরে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে কুর্লার নেহেরু নগরের ঐ কিশোর।
আরও পড়ুন: পড়াশুনো লাটে উঠেছে বলে PUBG খেলা নিষিদ্ধ হল স্কুলে
আরও পড়ুন: তরুন প্রজন্মের PUBG Mobile আসক্তি সম্পর্কে কি বললেন প্রধানমন্ত্রী?
পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই আত্মহত্যার মামলা রুজু হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
PUBG Mobile একটি অনলাইন মোবাইল গেম। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে বৈঠকেও PUBG মোবাইল গেম আসক্তির প্রসঙ্গ এসেছিল।
আরও পড়ুন: PUBG Mobile নিষিদ্ধ করার আবেদন জানিয়ে আদালতে গেল 11 বছরের বালক
'PUBG' নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার বম্বে হাই কোর্টে গিয়েছেন এক 11 বছরের এক বালক। মায়ের মাধ্যমে জনস্বার্থে মামলা দায়ের করেছেন এই বালক। তিনি বলেন, এই খেলা হিংস্রতা, আগ্রাসন এবং সাইবার-গুন্ডামির প্রচার করে।
চিনের Tencent কোম্পানি PUBG গেম তৈরী করে। চীনের বাইরে, এই গেমটি 20 কোটির বেশি ডাউনলোড হয়েছে এবং প্রতিদিন 3 কোটি সক্রিয় খেলোয়াড় PUBG মোবাইল খেলেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন