PUBG Mobile হিংস্রতা, আগ্রাসন এবং সাইবার-গুন্ডামির প্রচার করে। আদালতে জনস্বার্থ মামলায় মহারাষ্ট্র সরকারকে PUBG নিষিদ্ধ করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন আহাদ।
জনপ্রিয় মোবাইল গেম 'PUBG' নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার বম্বে হাই কোর্টে গিয়েছেন এক 11 বছরের শিশু।
আহাদ নিজাম নামের ঐ শিশু মায়ের মাধ্যমে জনস্বার্থে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, এই খেলা হিংস্র মনোভাব, আগ্রাসন এবং সাইবার-গুন্ডামি প্রচার করে। আদালতে জনস্বার্থ মামলায় মহারাষ্ট্র সরকারকে PUBG নিষিদ্ধ করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন আহাদ।
আরও পড়ুন: তরুন প্রজন্মের PUBG Mobile আসক্তি সম্পর্কে কি বললেন প্রধানমন্ত্রী?
আবেদনকারীর আইনজীবী তানভীর নিজাম বলেন, "এই ধরনের সহিংস অনলাইন ভিত্তিক অনলাইন বিষয়বস্তুর সাময়িক পরীক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারকে একটি অনলাইন আইন পর্যালোচনা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে"।
আরও পড়ুন: পড়াশুনো লাটে উঠেছে বলে PUBG খেলা নিষিদ্ধ হল স্কুলে
প্রধান বিচারপতি এনএইচ পাটলের নেতৃত্বে একটি বেঞ্চের সামনে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। PUBG বা 'PlayerUnknown's Battlegrounds' একটি অনলাইন গেম যেখানে 100 জন খেলোয়াড় যুদ্ধক্ষেত্রে লড়াই করে, যেখানে একমাত্র জীবিত বিজয়ী হয়।
আরও পড়ুন: 2018 সালে PUBG Mobile এর থেকেও বেশি রোজগার করেছে এই গেম
জনস্বার্থ মামলায় PUBG গেমের উল্লেখ করা হয়েছে উল্লেখ করে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে বৈঠকেও PUBG মোবাইল গেম আসক্তির প্রসঙ্গ এসেছিল।
আরও পড়ুন: PUBG Mobile এ কবে আসছে জম্বি মোড?
চীনের Tencent কোম্পানি PUBG গেম তৈরী করে। চীনের বাইরে, এই গেমটি 20 কোটির বেশি ডাউনলোড হয়েছে এবং প্রতিদিন 3 কোটি সক্রিয় খেলোয়াড় PUBG মোবাইল খেলেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Best Laser Printers with Scanners That You Can Buy in India Right Now
iPhone 18 Pro, iPhone 18 Pro Max to Feature Centre-Aligned Selfie Camera Housed Inside Smaller Dynamic Island, Tipster Claims